ডেঙ্গিতে আক্রান্ত গোটা রাজ্য। আক্রান্তের সংখ্যা পঞ্চাশ হাজারের কাছাকাছি চলে গিয়েছে। গোটা রাজ্যে আতঙ্ক এখন মশাই। এমন অনেকে রয়েছেন, যাঁদের বেশি মশা কামড়ায়। ভাবছেন এমনটাও হয় নাকি! এর বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। ২০১৪ সালের একটি গবেষণাই বলছে,কিছু কিছু লোককে বেশি কামড়ায় মশা। ফলে সেই সব লোকেদের সাবধান থাকতে হবে। তাঁরা বেশি করে ডেঙ্গি আক্রান্ত হতে পারেন।
Reasons for More Mosquito Bites