scorecardresearch
 
Advertisement

VIDEO: বাঁশুরিয়া চিত্তরঞ্জন শিকদার নাক দিয়েও অনায়াসে বাঁশি বাজাতে পারেন

VIDEO: বাঁশুরিয়া চিত্তরঞ্জন শিকদার নাক দিয়েও অনায়াসে বাঁশি বাজাতে পারেন

এ এক অন্য বাঁশুরিয়ার কথা। তাঁর বাঁশিতে বুঁদ হয়ে থাকেন চারপাশের মানুষজন। আর তার বাজানোর ভঙ্গিটিও বেশ। তিনি নাক দিয়ে সুর তোলেন বাঁশিতে। সোনারপুরের চিত্তরঞ্জন শিকদার এমনই আশ্চর্য করে বসেছেন। কথায় আছে রক্তে মিশে থাকে মানুষের নেশা। কিন্তু তাঁর নিঃশ্বাসে-প্রশ্বাসে মিশে রয়েছে তার নেশা। আর পাঁচ জনের মতো স্বপ্ন ছিল সফল বাঁশিবাদক হওয়ার। হলেনও বটে। তবে তৈরি করলেন নিজের বিশেষত্ব। ঠোঁটের পাশাপাশি নাক দিয়েও দিব্যি বাঁশি বাজিয়ে চলেছেন তিনি। সোনারপুর থানা এলাকার মুকুন্দপুরের চিত্তরঞ্জন শিকদার। প্রতিভাধর এই মানুষটা আজ হার মেনেছে পেটের জ্বালার কাছে। তাই আজ তাঁর ঠিকানা ব্যস্ত স্টেশন চত্বর। শুনুন, কীভাবে শত কোলাহলের মাঝেও নিজের সুরের জাদুতে বিভোর করে রেখেছেন।

Advertisement