Advertisement

Throat Cancer Symptoms: মুখের ভিতর সাদা ছোপ-কাশি-দীর্ঘক্ষণ গলায় কিছু আটকে থাকার অনুভূতি, ক্যান্সার নয়তো !

গলার ক্যান্সার আজকাল তরুণদের মধ্যে ক্রমবর্ধমান। এই ক্যান্সার গলা বা টনসিলে বাড়ে। সাধারণ উপসর্গ যা দেখা দেয়- গলা ব্যথা, কাশি, খাবার গিলতে অসুবিধা, কর্কশ গলা এবং কানে ব্যথা। গলার ক্যানসারের লক্ষণগুলি সময়মতো শনাক্ত করে দ্রুত চিকিৎসকের কাছে দেখালে শতভাগ নিরাময় সম্ভব। এ রোগে আক্রান্তের সজাগ ও সাহসী থাকা খুবই জরুরি।

Advertisement
POST A COMMENT