Advertisement

Nosad siddique-Saokat Molla: একসঙ্গে শওকত ও নওসাদ, ভাঙড় নিয়ে কোন বার্তা দিলেন তারা?

পঞ্চায়েতের মনোনয়নপর্ব থেকেই খবরের শিরোনামে ছিল ভাঙড়। মনোনয়নের শেষ দিন কয়েক মিনিটের ব্যবধানে তিনটি মৃত্যুর খবর এসেছিল। ভাঙড়ে শওকত মোল্লার সঙ্গে নওসাদ সিদ্দিকির সংঘাতের কারণেই ওই হিংসা বলে অভিযোগ অনেকের। শওকত মোল্লা ক্যানিং পূর্বের বিধায়ক এবং তৃণমূলের ভাঙড়ের পর্যবেক্ষক। আর নওসাদ সেখানকার বিধায়ক। পঞ্চায়েত ভোটের আবহে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়। ঘটনাস্থলে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। সেই যুযুধান দু’জনকেই আজ, সোমবার  একসঙ্গে পাওয়া গেল বিধানসভার গাড়ি বারন্দায়। সাংবাদিকরা ছেঁকে ধরতেই হাসতে হাসতে একাধিক প্রশ্নের উত্তর দিলেন দুই নেতা।

TAGS:
    Advertisement
    POST A COMMENT