চোর চোর চোরটা, শিশির বাবুর ছেলেটা। নন্দীগ্রামে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের সামনেই বিধানসভার বিরোধী দলনেতাকে চোর চোর বলে স্লোগান দেওয়া হয়। শুভেন্দু গাড়ির জানলা দিয়ে প্রায় নিজের অর্ধেক দেহ বের করে আনেন। কুণালদের দিকে তাকিয়ে কিছু বলতেও শোনা যায় শুভেন্দুকে। আর তাতেই মুহূর্তের মধ্যে পাল্টে গেল গোটা পরিস্থিতিটা।
Suvendu Adhikari vs Kunal Ghosh on Panchayat Election 2023.