চায়ের দোকানে কোনও রাজনীতির আলোচনা করা চলবে না। এই পোস্টার এখন রীতিমতো চর্চার বিষয়। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 2 ব্লকের বড়শুল গ্রামে রয়েছে এই চায়ের দোকান। পরিচিত 'জ্যেঠুর স্পেশাল চা'-এর দোকান হিসাবে। দোকানে সকাল থেকেই চা খেতে আসেন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক কর্মী সবাই। কিন্তু আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে নিজের দোকানে এই পোস্টার ঝুলিয়ে দিয়েছেন দোকানের মালিক দুর্যোগ মণ্ডল। সকলের কাছেই জ্যেঠু বলেই পরিচিত তিনি। পোস্টারে লেখা অনুগ্রহপূর্বক এবং দয়া করিয়া আগত ব্যক্তিবর্গ দিগকে অনুরোধ করা হইতেছে যে যেহেতু নির্বাচনী দিনক্ষণ চূড়ান্ত হইয়া গিয়াছে সেহেতু এই দোকানে বসিয়া কোনওরূপ “রাজনৈতিক আলোচনা" করিবেন না। কিন্তু হঠাত এই উদ্যোগ কেন?
Viral Bardhaman Tea Shop Notice