Advertisement

Governor CV Ananda Bose On Panchayat Election Violence: পঞ্চায়েতে হিংসা-মৃত্যু: 'কংক্রিট স্টেপ দেখতে পাবেন,' কড়া বার্তা রাজ্যপালের

“আর কোনও কথা নয়, শুধু অ্যাকশন। ওয়েট অ্যান্ড ওয়াচ।” পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে বারবার অশান্তির পরিস্থিতি তৈরি হওয়া নিয়ে কড়া বার্তা রাজ্যপাল সিভি আনন্দ বোসের। বৃহস্পতিবার বিমানবন্দরে নেমে তিনি আরও বলেন, “কার্যকর পদক্ষেপ, কংক্রিট পদক্ষেপ দেখতে পাবেন। আমি এখন এইটুকু বলতে পারি।”

Advertisement
POST A COMMENT