“বিজেপি তো চাপ দেবেই। এমন লোককে কমিশনার করেছে, তাকে চাপ দিয়েও কাজ হয় না। এমন ধৃতরাষ্ট্র হয়ে বসে থাকলে, কমিশনে কে ভরসা রাখবে ?” চাপ দিয়ে নির্বাচন কমিশনকে প্রভাবিত করার চেষ্টা করছে বিজেপি, অভিষেকের এই টুইট প্রসঙ্গে পাল্টা বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের। অন্যদিকে বাহিনীর বিরোধিতায় কমিশনের শীর্ষ আদালতে যাওয়া প্রসঙ্গে এদিন তিনি বলেন, “যদি সত্যি যান, তাহলে প্রমাণ হবে নির্বাচন কমিশন ও রাজ্য আলাদা কিছু না। পার্টি যা চাইছে, মুখ্যমন্ত্রী যেটা বলে দিচ্ছেন, রাজীব সিনহা সেটাই করছেন। তাহলে আমরা ধরে নেব পশ্চিমবঙ্গের শান্তিপূর্ণ ভোট তিনি চাইছেন না। ওনার মেরুদণ্ড নেই। উনি মমতা ব্যানার্জি বা তাঁর সরকার দ্বারা পরিচালিত হচ্ছেন।”
Dilip Ghosh Slams State Election Commissioner Rajiv Sinha