scorecardresearch
 
Advertisement
রাশিফল

Astro Prediction: পুজোয় দুর্ভোগ-অর্থ সংকট পাঁচ রাশির

পুজোর মধ্যে সাবধান
  • 1/8

২৫ সেপ্টেম্বর মহালয়ার দিন পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা। পিতৃপক্ষের মধ্যেই সূর্য নিজের অবস্থান বদল করে নিজের রাশি, সিংহ রাশিকে ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করেছে । আগামী ১৭ অক্টোবর পর্যন্ত সূর্য কন্যা রাশিতে থাকবে। তারপর ছেড়ে তুলা রাশিতে গোচর করবে।
 

দুর্গাপুজোয় সাবধান
  • 2/8

এই সময় কন্যা রাশিতে সূর্য অবস্থান করায় কয়েকটি রাশির জীবনে দুঃসময় শুরু হয়েছে। কন্যা রাশিতে সূর্যের অবস্থানের অশুভ প্রভাবের কারণে দুর্গাপুজোর সময় ও পরবর্তী কয়েকদিন পাঁচটি রাশির জাতকদের সাবধানে থাকা জরুরি। এই পাঁচ রাশির জন্য দুর্গাপুজো ও তার পরের কয়েক দিনের মধ্যে বেশ কিছু সংকট তৈরি হতে পারে।
 

দুর্গাপুজোয় সমস্যা
  • 3/8

পুজোর মধ্যে খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে চলেছে বৃষ, মিথুন, সিংহ, কুম্ভ ও মকর রাশি। এই পাঁচ রাশির সাবধানে থাকা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। নইলে বিপদ ঘটতে সময় লাগে না। আসুন দেখে নিই কী সমস্য়া হতে পারে।
 

Advertisement
বৃষ রাশি
  • 4/8

বৃষ রাশি (Taurus)

কন্যা রাশিতে সূর্যের গোচরের কারণে অশুভ সময় এসেছে বৃষ রাশির জাতকদের জন্যও। এর প্রভাবে দুর্গাপুজো ও তার পরের কয়েকদিনে জাতকদের আর্থিক সংকটে পড়তে হতে পারে। এই সময় কোনও বড় সিদ্ধান্ত না নেওয়াই ভাল।

মিথুন রাশি
  • 5/8

মিথুন রাশি (Gemini)

সূর্যের স্থান পরিবর্তনের ফলে মানসিক চাপ বৃদ্ধি পাবে মিথুন রাশির জাতকদের। দুর্গাপুজোর আগে-পরের কয়েক দিন এরা বাধার মুখে পড়বেন। তাই মিথুনের জাতকদের এই সময় যে কোনও কাজ শুরু করার আগে ভাল করে পরিকল্পনা করে নিতে পরামর্শ দেওয়া হচ্ছে। নিজের কথার উপর নিয়ন্ত্রণ রাখুন, নইলে বিপদ।

সিংহ রাশি
  • 6/8

সিংহ রাশি (Leo)

কন্যা রাশিতে সূর্যের গোচরের কারণে সিংহের জাতকদের জীবনেও প্রভাব পড়বে। আপনি সিংহ রাশির জাতক হলে এই সময় আয় কমতে পারে। এর ফলে পুজোয় সময় আর্থিক সংকটে পড়ার সম্ভাবনা। খরচ কমানোর চেষ্টা করুন। সিদ্ধান্ত গ্রহণের আগে ভাবনা-চিন্তার প্রয়োজন।

বৃষ রাশি
  • 7/8

কুম্ভ রাশি (Aquarius)

কুম্ভ রাশির জাতকদের জন্যও সূর্যের গোচর শুভ নয়। আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন কুম্ভ রাশির জাতকরাও। খরচ এখন থেকেই নিয়ন্ত্রণ না আনলে পুজোর সময় সংকটে মধ্যে পড়তে হতে পারে। অযথা ব্যয় হবে।


 

Advertisement
মকর রাশি
  • 8/8

মকর রাশি (Capricorn)

সূর্যের প্রভাবে মকর রাশির জাতকদের জন্য দুর্গাপুজোর কয়েকদিন সমস্য়া বাড়তে চলেছে। আর্থিক ক্ষতি বড় আকার নিতে পারে। কারও সঙ্গে বিতর্কে জড়াবেন না। সহকর্মীদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটার সম্ভাবনা রয়েছে।

 

Advertisement