লাকি রাশিLucky Zodiac 1st January: নতুন বছরের শুরুটা শুভ হলে গোটা বছরটাই ভালো কাটে। এমনটাই বিশ্বাস জ্যোতিষশাস্ত্রে। আর মাত্র কিছুদিন পরেই শুরু হচ্ছে ২০২৬ সাল। জ্যোতিষ গণনা অনুযায়ী, বছরের প্রথম দিনেই তৈরি হচ্ছে একাধিক শক্তিশালী শুভ যোগ। ১ জানুয়ারি গঠিত হবে চতুর্গ্রহী যোগ, বুধাদিত্য রাজযোগ ও রবি-মঙ্গল যোগ। এর সঙ্গে একই দিনে রয়েছে প্রদোষ ব্রত। মহাদেবের বিশেষ কৃপায় তাই ২০২৬ সালের শুরুটাই হতে চলেছে অত্যন্ত শুভ ও ফলপ্রসূ।
নতুন বছরের প্রথম দিনেই ভাগ্যের চাকা ঘুরতে পারে কিছু রাশির জাতকদের। কেরিয়ার, অর্থ, সম্পত্তি থেকে ব্যক্তিগত জীবন, সব দিকেই আসতে পারে সুখবর। জ্যোতিষ মতে, বিশেষ করে তিনটি রাশির জাতকদের জন্য বছরের শুরুটা হবে স্মরণীয়।
মেষ রাশি
২০২৬ সালের শুরুটা মেষ রাশির জাতকদের জন্য বেশ আরাম ও বিলাসিতার মধ্যে কাটবে। নতুন গাড়ি বা জমি কেনার প্রবল যোগ রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতির জন্য যে চেষ্টা করছেন, তা সফল হতে পারে। সমাজে সম্মান ও প্রভাব বাড়বে। বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে এবং অতিরিক্ত আয়ের পথও খুলে যেতে পারে। মানসিক চাপ কমবে, আত্মবিশ্বাস বাড়বে।
কন্যা রাশি
বছরের শুরুতেই কন্যা রাশির জাতকদের জীবনে বড় পরিবর্তন আসতে পারে। সম্পত্তি কেনার সুযোগ মিলতে পারে। দীর্ঘদিনের আইনি জটিলতা বা মামলার নিষ্পত্তি হতে পারে। নতুন কোনও কাজে হাত দিলে তা লাভজনক হবে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যারও সমাধান হতে পারে। শিল্পচেতনা ও সৃজনশীলতা বাড়বে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরও দৃঢ় হবে এবং আর্থিক অবস্থার উন্নতি চোখে পড়বে।
মকর রাশি
নতুন বছরের প্রথম দিনেই মকর রাশির জাতকদের জীবনে আনন্দের খবর আসতে পারে। বিয়ের কথা পাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। মনে আনন্দ ও ইতিবাচক ভাব থাকবে। তীর্থযাত্রার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। খ্যাতি ও সম্মান বাড়বে। নতুন বাড়ি বা গাড়ি কেনার স্বপ্ন পূরণ হতে পারে। অর্থ সঞ্চয়ের সুযোগ মিলবে এবং ব্যক্তিগত জীবনে সুখের নতুন অধ্যায় শুরু হতে পারে।
সব মিলিয়ে, ২০২৬ সালের প্রথম দিন থেকেই এই তিন রাশির জাতকদের জীবনে শুভ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে গ্রহ-নক্ষত্রের অবস্থান।