Weekly Horoscope (3 To 9 November): সাপ্তাহিক রাশিফল ৩ থেকে ৯ নভেম্বর: নতুন সপ্তাহটা কেমন কাটবে?

Weekly Horoscope 3 to 9 November 2025: নভেম্বরের প্রথম সপ্তাহে, ৩ থেকে ৯ নভেম্বর ২০২৫ একাধিক রাশির সময়টা দারুণ যাবে। গ্রহ নক্ষত্রের পজিশন বদল হচ্ছে। শনি মার্গীও হয়েছেন। 

Advertisement
সাপ্তাহিক রাশিফল ৩ থেকে ৯ নভেম্বর: নতুন সপ্তাহটা কেমন কাটবে?৩ থেকে ৯ নভেম্বর ২০২৫ সাপ্তাহিক রাশিফল।
হাইলাইটস
  • ৩ থেকে ৯ নভেম্বর ২০২৫ একাধিক রাশির সময়টা দারুণ যাবে।
  • গ্রহ নক্ষত্রের পজিশন বদল হচ্ছে।
  • চলুন দেখে নেওয়া যাক, ৩ থেকে ৯ নভেম্বর ২০২৫ কোন রাশির কেমন যাবে।

Weekly Horoscope 3 to 9 November 2025: নভেম্বরের প্রথম সপ্তাহে, ৩ থেকে ৯ নভেম্বর ২০২৫ একাধিক রাশির সময়টা দারুণ যাবে। গ্রহ নক্ষত্রের পজিশন বদল হচ্ছে। শনি মার্গীও হয়েছেন। এর ফলে নতুন নতুন সুযোগ আসবে। আবার কিছু রাশির জন্য সময়টা খুব একটা শুভ নয়। একটু সাবধানে থাকতে হবে। ফলে নতুন সপ্তাহে কারও জীবনে উন্নতির যোগ। আবার কারও সামনে কঠিন পরীক্ষা আসতে পারে। তবে মনে রাখবে, সময় যেমনই হোক, সৎভাবে পরিশ্রম ও সবার সঙ্গে ভাল ব্যবহার চালিয়ে যেতে হবে। এটুকু করলেই তুষ্ট হবেন শনিদেব। আরও পড়ুন: নভেম্বর ২০২৫ মাসিক রাশিফল, ১২টি রাশির কার কেমন যাবে?

বেশি সময় নষ্ট না করে, চলুন দেখে নেওয়া যাক, ৩ থেকে ৯ নভেম্বর ২০২৫ কোন রাশির কেমন যাবে।

মেষ
এই সপ্তাহটা মেষ রাশির জন্য শুভ। কাজের ক্ষেত্রে উন্নতির সুযোগ মিলবে। অফিসে উচ্চপদস্থরা সন্তুষ্ট হবেন। নতুন দায়িত্বও পেতে পারেন। ব্যবসায় ভ্রমণ থেকে লাভ হবে। চাকরি বা প্রতিযোগিতায় শুভ সংবাদ আসতে পারে। প্রেম ও পরিবারে সম্পর্ক দৃঢ় হবে। ভাইবোনের সহায়তা পাবেন।

বৃষ
বৃষ রাশির জন্য সপ্তাহটা মিশ্র। পরিশ্রম করলেই ফল পাবেন। দীর্ঘ ভ্রমণ সম্ভব। গুরুত্বপূর্ণ লোকের সঙ্গে সাক্ষাৎ হতে পারে। চাকরিতে পরিবর্তনের চিন্তা এলে তাড়াহুড়ো করবেন না। ব্যবসায় সামান্য চাপ থাকবে। প্রেমে ধৈর্য রাখুন, সম্পর্ক টিকবে।

মিথুন
এই সপ্তাহে ভাগ্য মিথুনের পক্ষে। অফিসে সবার প্রশংসা পাবেন। ব্যবসা বাড়বে, নতুন চুক্তি হতে পারে। পুরনো বিনিয়োগে লাভ আসবে। পরিবারের সঙ্গ ভালো কাটবে। সন্তানের সমস্যার সমাধান হবে। প্রেম সম্পর্ক মজবুত হবে।

কর্কট
সপ্তাহের শুরুতে স্বাস্থ্যে সমস্যা হতে পারে। পুরনো অসুখ ফিরে আসতে পারে। কাজেও মনোযোগ কমবে। ব্যবসায় ঝুঁকি নেবেন না। আর্থিক বিষয়ে পরিকল্পনা করে চলুন। পরিবারে শান্ত থাকুন, কথা নিয়ন্ত্রণে রাখুন।

সিংহ
সিংহ রাশির জাতকদের জন্য সপ্তাহটা একটু কঠিন। স্বাস্থ্য ভালো রাখুন, সাবধানে যানবাহন চালান। অফিসে পরিবর্তনের ভাবনা আসতে পারে। ব্যবসায় প্রতিযোগিতা বাড়বে। বাজারে মন্দা চিন্তা বাড়াবে। প্রেমে সঙ্গী সাহস জোগাবে।

Advertisement

কন্যা
এই সপ্তাহে কন্যা রাশির ভাগ্য একেবারে উজ্জ্বল। কাজের সাফল্যে আত্মবিশ্বাস বাড়বে। ব্যবসায় বড় লাভ হতে পারে। শরীর ভালো থাকবে। কথাবার্তায় সবাইকে মুগ্ধ করবেন। প্রেম ও বিবাহিত জীবনে আনন্দ আসবে।

তুলা
এই সপ্তাহ তুলার জন্য কিছুটা চাপের। অফিসে বিরোধীদের নজর থাকবে। কাজের সময় সতর্ক থাকুন। ব্যবসায় ঝুঁকি নেবেন না। উচ্চপদস্থদের সঙ্গে ঝামেলা এড়ান। বাবার স্বাস্থ্যের খেয়াল রাখুন। প্রেমে শান্ত থাকুন।

বৃশ্চিক
বৃশ্চিক রাশির জাতকদের জন্য সপ্তাহটা মিশ্র। কাজের জায়গায় দায়িত্ব বাড়বে। সতর্ক হয়ে সিদ্ধান্ত নিন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকুন। আর্থিক দিক কিছুটা চাপে থাকবে। ঘরে ছোটখাটো মনোমালিন্য হতে পারে।

ধনু
ভাগ্য ধনুর পাশে। পুরনো সমস্যা মিটে যাবে। কাজের জায়গায় সম্মান ও সাফল্য পাবেন। ব্যবসায় লাভ হবে। সরকারি কাজে ভালো খবর আসবে। প্রেম ও বিবাহিত জীবন সুখের। আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন।

মকর
এই সপ্তাহ মকরদের জন্য শুভ। চাকরিতে উন্নতির সুযোগ মিলবে। পদোন্নতি বা বেতন বাড়ার সম্ভাবনা। পড়াশোনায় সাফল্য আসবে। ব্যবসা স্থিতিশীল থাকবে। প্রেমে শান্তি, দাম্পত্যে আনন্দ।

কুম্ভ
কুম্ভ রাশির জন্য সপ্তাহটা পরিশ্রমসাধ্য। শুরুটা ব্যস্ততায় ভরা। সরকারি ঝামেলা হতে পারে। খরচ বাড়বে। পরিবারের সঙ্গে মতভেদ তৈরি হতে পারে। সপ্তাহের শেষে সামান্য স্বস্তি পাবেন।

মীন
মীনের সময় মোটামুটি শুভ। কাজ সময়মতো শেষ হবে। অফিসে প্রশংসা পাবেন। ব্যবসা বাড়বে, নতুন সুযোগ আসবে। চাকরিপ্রার্থীরা ভালো খবর পেতে পারেন। প্রেমে বোঝাপড়া বাড়বে, দাম্পত্যে সুখ বজায় থাকবে।

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

POST A COMMENT
Advertisement