2026 Surya Adhikmas: ২০২৬ সালে অধিমাস: কবে, কেন, কী করবেন না? যা জানা জরুরি

2026 Surya Adhikmas: বিক্রম সম্বত ২০৮৩-তে একটি অতিরিক্ত মাস যুক্ত হচ্ছে, যা ‘অধিক জ্যৈষ্ঠ’ বা পুরুষোত্তম মাস নামে পরিচিত। ১৭ মে ২০২৬ থেকে ১৫ জুন ২০২৬ পর্যন্ত চলবে এই অধিমাস। সাধারণত প্রতি ৩২ মাস ১৬ দিন পরপরই এই অতিরিক্ত মাসের আবির্ভাব ঘটে, যাতে সূর্য-চন্দ্র মাসের হিসেব সঠিক থাকে।

Advertisement
২০২৬ সালে অধিমাস: কবে, কেন, কী করবেন না? যা জানা জরুরিসূর্যের রাশি পরিবর্তন

2026 Surya Adhikmas: ভারতের পঞ্জিকা অনুযায়ী ২০২৬ সালের বৈশাখ-জ্যৈষ্ঠে ঘটতে চলেছে বিশেষ জ্যোতিষীয় ঘটনা। বিক্রম সম্বত ২০৮৩-তে একটি অতিরিক্ত মাস যুক্ত হচ্ছে, যা ‘অধিক জ্যৈষ্ঠ’ বা পুরুষোত্তম মাস নামে পরিচিত। ১৭ মে ২০২৬ থেকে ১৫ জুন ২০২৬ পর্যন্ত চলবে এই অধিমাস। সাধারণত প্রতি ৩২ মাস ১৬ দিন পরপরই এই অতিরিক্ত মাসের আবির্ভাব ঘটে, যাতে সূর্য-চন্দ্র মাসের হিসেব সঠিক থাকে।

ধ্যান-স্নান-সেবার সময়, শুভকাজে নিষেধাজ্ঞা
ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই মাসকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। নিয়ম করে স্নান, জপ, ধ্যান, দান-ধ্যান, সবই শুভ। তবে বিয়ে থেকে গৃহপ্রবেশ, অধিমাসে শুরু করা চলবে না কোনও ‘মাঙ্গলিক’ কাজ। জ্যোতিষশাস্ত্র বলছে, এই এক মাসে বিয়ে, এনগেজমেন্ট, নামকরণ, মুন্ডন, নতুন বাড়ি কেনা, ভূমিপূজা, কিংবা নতুন জায়গায় ওঠার মতো কাজ পরিহার করাই উত্তম।

খাবারেও কড়া বিধিনিষেধ
অধিমাসে তামসিক খাবারের উপর কঠোর নিষেধ রয়েছে। মাংস, মাছ, মদ্যপান, রসুন, পেঁয়াজ, উড়দ-ডাল, মসুর ডাল, মুলো, বাসি খাবার, এসব কিছুই এসময় এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন পুরোহিতরা। শরীর ও মনকে পবিত্র রাখতে সৎ‌তিক খাবার খাওয়াই মূলত প্রচলন।

ব্যবসা-লগ্ন নয়, সাবধানে থাকুন বিনিয়োগে
এই এক মাস কোনও নতুন ব্যবসা শুরু করা, নতুন প্রকল্প হাতে নেওয়া বা বড় আর্থিক বিনিয়োগ করা নিষেধ। জ্যোতিষীয় ব্যাখ্যায় বলা হচ্ছে, অধিমাসে শুরু করা নতুন আর্থিক পথ ভবিষ্যতে ক্ষতির সম্ভাবনা বাড়ায়। তাই পুরোনো কাজ এগিয়ে নিয়ে যাওয়াই নিরাপদ।

দৈনন্দিন আচরণে শৃঙ্খলার ডাক
অধিমাসে ব্রহ্মমুহূর্তে ঘুম থেকে ওঠা, সকালেই স্নান-ধ্যান করা, এই অভ্যাসের উপর বিশেষ জোর দেওয়া হয়। বিছানার পরিবর্তে মাটিতে বা পাতলা মাদুরে ঘুমনোও অনেকের রীতি। এসময় নতুন কোনও ব্রত শুরু করা বা চলমান ব্রত শেষ করাও নিষিদ্ধ।

 

POST A COMMENT
Advertisement