Mahanavami Lucky Zodiac: মহানবমীতে একাধিক শুভ সংযোগ, হঠাৎ করে অনেক টাকা পাবে ৩ রাশি

Mahanavami Lucky Zodiac: ২২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে মাতৃপক্ষ। আর ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে দুর্গাপুজো। যা চলবে ২ অক্টোবর দশমী পর্যন্ত। ১ অক্টোবর মহানবমী। যেদিন দারুণ অদ্ভুত রাজযোগের মহাসংযোগ হতে চলেছে। গ্রহদের যোগ কিছু রাশির জন্য খুবই শুভ। পুজো শেষ হওয়ার আগে বেশ কিছু রাজযোগের সৃষ্টি হচ্ছে।

Advertisement
মহানবমীতে একাধিক শুভ সংযোগ, হঠাৎ করে অনেক টাকা পাবে ৩ রাশিনবমীতে ভাগ্য খুলছে কাদের?
হাইলাইটস
  • ২২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে মাতৃপক্ষ।

২২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে মাতৃপক্ষ। আর ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে দুর্গাপুজো। যা চলবে ২ অক্টোবর দশমী পর্যন্ত। ১ অক্টোবর মহানবমী। যেদিন দারুণ অদ্ভুত রাজযোগের মহাসংযোগ হতে চলেছে। গ্রহদের যোগ কিছু রাশির জন্য খুবই শুভ। পুজো শেষ হওয়ার আগে বেশ কিছু রাজযোগের সৃষ্টি হচ্ছে। তুলা রাশিতে মহালক্ষ্মী রাজযোগ, কন্যা রাশিতে সূর্য-বুধের যুতিতে বুধাদিত্য রাজযোগ, বুধ এখন তাঁর স্বরাশি কন্যাতে রয়েছে, তাই ভদ্র রাজযোগের সৃষ্টি হয়েছে। এছাড়াও সূর্য ও যমের নবপঞ্চম যোগ, মঙ্গল-যমের কেন্দ্র যোগ, মঙ্গল-অরুণের ষড়াষ্টক যোগ ও গুরু-শুক্রের অর্ধকেন্দ্র যোগের নির্মাণ হয়েছে। এই যোগগুলি সব ১২টি রাশির ওপর প্রভাব ফেলবে। তবে এমন ৩টি রাশি আছে যাঁরা এই যোগের সর্বাধিক ফল পাবে।

বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের জন্য এই রাজযোগ নতুন সুযোগ নিয়ে আসবে। বেতন বাড়বে। বড় কোনও অর্থলাভ হবে। পদোন্নতি পাবেন। ব্যবসা খুব দ্রুত বৃদ্ধি পাবে। পুরনো কোনও সমস্যা দূর হবে। দাম্পত্য জীবন মধুর হবে। আর্থিক দিক ভাল হবে। 

কন্যা রাশি
কন্যা রাশিতে বুধাদিত্য যোগ ও ভদ্র রাজযোগ তৈরি হচ্ছে। যা অর্থের সঙ্গে ধন-দৌলতও দেবে। মা দুর্গার কৃপায় উন্নতি হবে। জীবনে অনেক আনন্দ আসবে। নতুন চাকরি পেতে পারেন। পারিবারিক আনন্দ থাকবে। আর্থিক দিক মজবুত হবে। 

সিংহ রাশি
মা দুর্গার বাহন সিংহ ও সিংহ রাশির ইষ্ট দেবী মা দুর্গা। নবরাত্রির নবমী তিথিতে এই রাশির জাতকদের হঠাৎ করে অর্থলাভ হবে। আপনার কাজ সফল হবে। মান-সম্মান বাড়বে। ব্যবসা বাড়বে। সময় লাভজনক থাকবে। সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটাবেন। 

POST A COMMENT
Advertisement