২০২৫ সাল শেষ হতে আর মাত্র ২ মাস রয়েছে হাতে। আর ২০২৬ সালে মোট ৪টি গ্রহণ রয়েছে, যার মধ্যে ২টো সূর্যগ্রহণ আর ২টো চন্দ্রগ্রহণ রয়েছে। আগামী বছর ১৭ ফেব্রুয়ারি সূর্যগ্রহণ, ৩ মার্চ চন্দ্রগ্রহণ, ১২ অগাস্ট সূর্যগ্রহণ ও ২৮ অগাস্ট চন্দ্রগ্রহণ হবে। এছাড়াও শনি, গুরু, রাহু-কেতুর মতো গুরুত্বপূর্ণ গ্রহদের গোচর হবে। আর এই সবকিছুর প্রভাব ৫ রাশির ওপর পড়বে। আসুন কোন কোন রাশির ভাগ্যের তালা খুলবে ২০২৬ সালে।
মেষ রাশি
মেষ রাশির জাতকদের জন্য ২০২৬ সাল বেশ সন্তোষপূর্ণ ও ভারসাম্য নিয়ে আসবে। কোনও বড় সমস্যা থেকে স্বস্তি মিলতে পারে। কেরিয়ারে গুরুত্বপূর্ণ উন্নতি ও স্থিরতা আসার সম্ভাবনা রয়েছে। এতে আর্থিক দিক মজবুত হবে। আপনার আত্মবিশ্বাস বাড়বে।
বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের জন্য ২০২৬ কিছু বড় উপলব্ধি অর্জন করার সুযোগ দেবে। যার কারণে এই বছরটি আপনার কাছে সেরা বছর হবে। কেরিয়ারে স্থিরতা, সফলতা ও গুরুত্বপূর্ণ পদোন্নতি পাবেন। আপনি নতুন কোনও দায়িত্ব এই সময় পেতে পারেন। ব্যবসায় নতুন সুযোগ পাবেন। পারিবারিক জীবনে সুখ আসবে।
সিংহ রাশি
২০২৬ সাল এই রাশির জাতকদের জীবনে একাধিক ইতিবাচক ফল নিয়ে আসবে। আপনার অর্থ বাড়বে। কেরিয়ারের জন্য এই সময় উন্নতিদায়ক হবে জীবনে সুখ বাড়বে। আর্থিক দিক মজবুত হবে।
তুলা রাশি
তুলা রাশির জন্য ২০২৬ সাল কেরিয়ারে বড় উন্নতি দেবে। ব্যবসায়ীদের জন্য এই সময়টা দারুণ হবে। লাভ বাড়বে। এরই সঙ্গে ব্যবসার বিস্তার হবে। তবে এর মাঝে নিজের জীবনের দিকে মনোযোগ দিতেও ভুলবেন না।
ধনু রাশি
ধনু রাশির জাতকদের জন্য ২০২৬ সাল একাধিক সুখবর নিয়ে আসবে। অর্থ-সম্পত্তি বাড়বে। কিছু জাতকদের নিজেদের বাড়ি-গাড়ি কেনার সুযোগ পাবেন। কেরিয়ারে মনের মতো উন্নতি পাবেন। যার ফলে আপনি খুব খুশিতে থাকবেন।