Daily Horoscope: মেষ রাশির সমস্যা বৃদ্ধি, মকরের যাত্রায় বিঘ্ন! জানুন আজকের রাশিফল

Daily Bengali Horoscope for all Sun Signs- Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius, Pisces- চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, কেমন যাবে আপনার আজকের দিন? জানুন আজকের রাশিফল।

Advertisement
মেষ রাশির সমস্যা বৃদ্ধি, মকরের যাত্রায় বিঘ্ন! জানুন আজকের রাশিফল  আজকের রাশিফল

Horoscope 21st November 2021: স্বাস্থ্য থেকে পরিবার, চাকরি থেকে ব্যবসা,  কেমন যাবে আপনার আজকের দিন? জানুন আজকের রাশিফল (Rashifal)। 


মেষ/ARIES রাশিফল Rashifal (March 21-April 20) 

সমস্যা বৃদ্ধি। মনোমালিন্য। বন্ধু লাভ। কাজের গতি কম থাকবে। কার্যে অনীহা। বিপদাশঙ্কা। গৃহ সমস্যা।  


বৃষ / TAURUS রাশিফল Rashifal (April 21 – May 20)

বন্ধুর সহায়তালাভ। শিক্ষার ক্ষেত্রে এটি ভাল সময়। মানসিক শান্তি। বাবা-মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন। প্রাপ্তিযোগ। 


মিথুন GEMINI রাশিফল Rashifal (May 21-June 21) 

বাদানুবাদ। বন্ধু বিয়োগ হতে পারে।  শিল্পী ও কলাকুশলীদের কাজের ক্ষেত্রে ঝামেলা হবে। নিজের ভুলে ক্ষতি। পরোপকার। 


কর্কট CANCER রাশিফল Rashifal (June 22-July 22)

মনঃসংযোগের অভাব। কাজ সম্পন্ন হওয়ায় সমাধান। কর্মে সাফল্য। রাজনীতিতে সুখ্যাতি। কেরিয়ারে সাফল্য। 


সিংহ LEO রাশিফল Rashifal (July 23-Aug 23) 

হঠকারীতায় ক্ষতি। পরিবারের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। ব্যাভিচার। গোপন কথা ফাঁস। স্ত্রীলোক দ্বারা ক্ষতি। 


কন্যা VIRGO রাশিফল Rashifal (Aug 24-Sep 23) 

উত্তেজনা বৃদ্ধি। চাকুরীক্ষেত্রে উন্নতি। কর্মে গোলযোগ। অম্লরোগে কষ্ট। বন্ধুদের জন্য কর্মে ব্যাঘাত আসতে পারে। 


তুলা LIBRA রাশিফল Rashifal (Sep 24-Oct 23) 

আলস্য ক্ষতি। পারিবারিক সুখ। অর্থনৈতিক সংকট থাকবে। মানসিক আঘাত। রাজনৈতিক সংঘর্ষ। নব পরিকল্পনা।


বৃশ্চিক SCORPIO রাশিফল Rashifal (Oct 24-Nov 22)

সাধুসঙ্গে শান্তি লাভ। অস্থিরতা ভাব। কৃষিতে লাভ। সিনিয়রদের সঙ্গে সুসম্পর্ক। নিজের দায়বদ্ধতা এড়ানোর ফলে সংসারে অশান্তি।


ধনু SAGITTARIUS রাশিফল Rashifal (Nov 23-Dec 21) 

চিকিৎসায় ব্যয়। সাফল্য লাভ। আইন আদালত এড়িয়ে চলুন। মনোমালিন্য। ঔদ্ধত্যে ক্ষতি। মানসিক পরিবর্তন। বিলাসিতা। 


মকর CAPRICORN রাশিফল Rashifal (Dec 22-Jan 21)

যাত্রায় বিঘ্ন। কর্মে খ্যাতি লাভ। বাকচাতুরীতে লাভ। মোকদ্দমায় হার। ন্যায্য প্রাপ্তি লাভ। শান্তি ভঙ্গ। আর্থিক উন্নতি হবে।   


কুম্ভ AQUARIUS রাশিফল Rashifal (Jan 22-Feb 19) 

প্রণয়ভঙ্গ। ক্রোধ এড়িয়ে চলুন। কর্মে ক্ষতি। শিক্ষার্থীদের জন্য ভাল সময়। গবেষণায় সাফল্য। আশার সঞ্চার। কৃষিজীবীদের সমস্যা। 

Advertisement


মীন PISCES রাশিফল Rashifal (Feb 20-March 20)

পারিবারিক শান্তি। সমস্যা বৃদ্ধি। ভাতৃবিয়োগ। পরিশ্রম করে সাফল্য অর্জন। আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে। শরিকি বিবাদ।

 

POST A COMMENT
Advertisement