Akshaya Tritiya 2025: মা লক্ষ্মীর সঙ্গে সহায় হবেন কুবের দেবও, অক্ষয় তৃতীয়ায় ৪ রাশির ডাবল সৌভাগ্য

Akshaya Tritiya 2025: রাত পোহালেই অক্ষয় তৃতীয়া। বাড়িতে বাড়িতে লক্ষ্মী-গণেশের পুজো। এই বছর ৩০ এপ্রিল, বুধবার অক্ষয় তৃতীয়া পালন করা হবে। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালন করা হয়। তবে এই বছরের অক্ষয় তৃতীয়া খুবই বিশেষ হতে চলেছে। কারণ ২৪ বছর পর এইদিনে দুর্লভ সংযগো তৈরি হবে।

Advertisement
মা লক্ষ্মীর সঙ্গে সহায় হবেন কুবের দেবও, অক্ষয় তৃতীয়ায় ৪ রাশির ডাবল সৌভাগ্যঅক্ষয় তৃতীয়ায় শুভ যোগ
হাইলাইটস
  • রাত পোহালেই অক্ষয় তৃতীয়া।

রাত পোহালেই অক্ষয় তৃতীয়া। বাড়িতে বাড়িতে লক্ষ্মী-গণেশের পুজো। এই বছর ৩০ এপ্রিল, বুধবার অক্ষয় তৃতীয়া পালন করা হবে। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালন করা হয়। তবে এই বছরের অক্ষয় তৃতীয়া খুবই বিশেষ হতে চলেছে। কারণ ২৪ বছর পর এইদিনে দুর্লভ সংযগো তৈরি হবে। জ্যোতিষবিদদের মতে, অক্ষয় তৃতীয়া অক্ষয় যোগ ও গজকেশরী যোগ তৈরি হবে। যার ফলে কিছু রাশির ওপর মা লক্ষ্মীর কৃপা দেখতে পাওয়া যাবে। এর আগে অক্ষয় যোগ ২৬ এপ্রিল ২০০১ সালে তৈরি হয়েছিল। আর অক্ষয় যোগের ফলে কোন কোন রাশি ভাগ্য খুলবে দেখে নিই। 

মেষ রাশি
অক্ষয় তৃতীয়ায় গজকেশরী ও অক্ষয় রাজযোগে মেষ রাশির জাতকদের ধনলাভ হবে। কেরিয়ারে উন্নতি পাকা। কাজে সফলতা পাবেন। স্বাস্থ্য ভাল থাকবে। 

কর্কট রাশি
কর্কট রাশির জীবনে অক্ষয় তৃতীয়া সুখের জোয়ার নিয়ে আসবে। চাকরিতে ইনক্রিমেন্ট ও পদোন্নতি পাবেন। দাম্পত্যে মধুরতা বাড়বে। পুরনো বিবাদ মিটিয়ে সঙ্গীর সঙ্গে প্রেম মজবুত হবে। 

সিংহ রাশি
অক্ষয় তৃতীয়ায় এই দুই যোগের ফলে সিংহ রাশির চাকরিতে উন্নতি হবে। পুরনো সমস্যা শেষ হবে। স্বাস্থ্য ভাল থাকবে। হঠাৎ করে অর্থলাভ হতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতি হবে। মা-বাবার স্বাস্থ্য ভাল থাকবে। 

ধনু রাশি
অক্ষয় তৃতীয়ায় ধনু রাশির অর্থলাভ হবে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। কেরিয়ার তুঙ্গে থাকবে। ব্যবসার জন্য এই সময়কাল খুবই শুভ। ব্যবসায় লাভের মুখ দেখবেন। 

(Disclaimer: এখানে প্রদত্ত তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)

POST A COMMENT
Advertisement