April Monthly Rashifal 2023: এপ্রিল মাসে ভাগ্য চমকাবে ৬ রাশির, কেরিয়ারে তুঙ্গ উন্নতি-সাফল্য

এপ্রিল মাসে ৪ রাশির জাতক-জাতিকারা গ্রহের অবস্থান থেকে শুভ ফল পাবেন। তাঁরা কর্মজীবনে পাবেন নতুন সুযোগ।

Advertisement
এপ্রিল মাসে ভাগ্য চমকাবে ৬ রাশির, কেরিয়ারে তুঙ্গ উন্নতি-সাফল্য April Horoscope 2023 এপ্রিল রাশিফল ২০২৩।
হাইলাইটস
  • শুরু হচ্ছে এপ্রিল মাস।
  • নতুন মাসে ৬ রাশির ভাগ্যোদয়।

এপ্রিল মাস শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। ২০২৩ সালের এপ্রিল মাসকে গ্রহ এবং নক্ষত্রের অবস্থানের দিক থেকে বিশেষ বলে মনে করা হয়। এ মাসে একাধিক গ্রহের পরিবর্তন হতে চলেছে। যা প্রভাবিত করবে ১২ রাশিকেই। এপ্রিল মাসে ৬ রাশির জাতক-জাতিকারা গ্রহের অবস্থান থেকে শুভ ফল পাবেন। তাঁরা কর্মজীবনে পাবেন নতুন সুযোগ। চলুন জেনে নেওয়া যাক, কোন রাশির জাতক-জাতিকারা এপ্রিল মাসে উপকার পাবেন-

মেষ- ২২ এপ্রিল মেষ রাশিতে বৃহস্পতি গ্রহের অবস্থানের কারণে এই রাশির জাতক-জাতিকাদের জন্য এপ্রিল মাসটি দারুণ কাটবে। তবে সপ্তম ঘরে রাহু এবং কেতুর সংযোগ থাকায় বাধাও আসবে। মঙ্গল গ্রহের অনুকূল অবস্থান এই রাশির জাতক-জাতিকাদের শুভ ফল দেবে। তাঁরা আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। এপ্রিল মাসের দ্বিতীয় ভাগ এই রাশির জাতক-জাতিকাদের জন্য কর্মজীবন, অর্থ ইত্যাদির দিক থেকে ভালো যাবে। শনি ও চন্দ্র রাশির একাদশ ঘরে থাকায় আপনি সমৃদ্ধি পাবেন। ভাগ্যের সঙ্গ পাবেন আপনি। আয় বাড়তে পারে।  

মিথুন - এপ্রিল মাসে মিথুন রাশির জাতক-জাতিকারা কাঙ্ক্ষিত ফল পাবেন। ১৫ এপ্রিলের পর তাঁরা অনুকূল ফল পেতে পারেন। কারণ ১৫ এপ্রিলের পরে সূর্য, শুক্র এবং বুধ গ্রহ একাদশ ঘরে থাকবে। নবম ঘরে শনি বসে থাকবে। ভালো অর্থ উপার্জনে সক্ষম হবেন। রাহু একাদশ ঘরে থাকার কারণে এই রাশির জাতক-জাতিকারা অপ্রত্যাশিত সাফল্য পেতে পারেন। নবম ঘরে শনির অবস্থান কেরিয়ারে ভালো আয় দেবে।  মিথুন রাশির জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন। তবে কাজ করলে তাঁরা সাফল্য পাবেন। আপনার সঙ্গে থাকবে ভাগ্য। 

আরও পড়ুন- ৩০ মার্চ রাম নবমী থেকে বিষ্ণু-লক্ষ্মীর কৃপায় ৫ রাশি, অর্থলাভ-সাফল্য

কর্কট - এপ্রিল মাসে কর্কট রাশির জাতক-জাতিকাদের কর্মজীবন, অর্থ ও স্বাস্থ্য ইত্যাদির দিক থেকে ফল পাবেন। চন্দ্রের দশম ঘরে বৃহস্পতির গমনের কারণে এই জাতক-জাতিকাদের চাকরিতে উন্নতির যোগ। সূর্য ও বুধের অবস্থানের কারণে আপনি কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। এপ্রিল মাসে আপনার খরচ বাড়তে পারে। এই সতর্ক হোন। কাজে আসতে পারে বাধা। তবে বাধা অতিক্রম করে এগিয়ে যান। পরিশ্রম করলে ফল পাবেন। ভাগ্য আপনার সঙ্গে।    

Advertisement

ধনু- এই মাসটি আর্থিক বৃদ্ধি, আধ্যাত্মিক লাভ ও কর্মজীবনের জন্য দারুণ কাটবে। এই রাশির দ্বিতীয় ঘরের অধিপতি। আর দ্বিতীয় ঘর অর্থের। এই টাকা দ্রুত আসবে না। তবে ধীরে ধীরে টাকা আসবে। এ মাসের দ্বিতীয় ভাগ অর্থাৎ এই মাসের শেষে বাইরে যেতে পারেন। অর্থ ভাগ্য শক্তিশালী। কর্মজীবনে অগ্রগতি করবেন। পরিশ্রমের শুভ ফল পাবেন। আপনার কাছে অর্থ কামানোর সুযোগ আসবে। তৃতীয় ঘরে শনি রয়েছে অনুকূল অবস্থানে, তার ফল পাবেন আপনি। 

বৃষ- এই রাশির জাতক-জাতিকারা এপ্রিলে গ্রহের গমনের কারণে পাবেন সুখবর। সব কাজ সেরে ফেলবেন সময়ে। পরিবারের সঙ্গ পাবেন। এই মাসটি অর্থের দিক  থেকেও আপনার জন্য খুব শুভ হতে চলেছে। এপ্রিলে অর্থলাভের যোগ রয়েছে। আপনার প্রতিপত্তি বাড়বে। চাকরি ও ব্যবসায় রয়েছে উন্নতির যোগ। কাউকে অন্ধভাবে বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হচ্ছে।

কুম্ভ- এই রাশির জাতক-জাতিকাদের জন্য এপ্রিল মাস দারুণ যাবে। গ্রহগুলির রাশি পরিবর্তনের কারণে আপনি আপনার আটকে থাকা কাজে সাফল্য পাবেন। শুধু তাই নয়, এই মাসে আপনার সবচেয়ে কঠিন কাজগুলো সম্পন্ন হবে। পরিবারের সমস্যা হতে পারে, তবে পরিস্থিতি আপনার অনকূলে থাকবে। আপনার অর্থভাগ্য তুঙ্গে। ব্যবসায় বড় সিদ্ধান্ত নেওয়ার সেরা সময়। চাকরিতে উন্নতির যোগ। 

POST A COMMENT
Advertisement