scorecardresearch
 

Centipede Astrology : সম্প্রতি বাড়িতে এই প্রাণীটি দেখেছেন? সাবধান, রাহুর দোষে হতে পারে অর্থহানি

তেঁতুল বিছেকে (Centipede) মাটিতে চলতে দেখা কখনওই শুভ বলে মনে করা হয় না। এটি কোনও বাস্তু ত্রুটির লক্ষণ। একইভাবে, রান্নাঘরে তেঁতুল বিছের চলাচলও অশুভ হিসেবেই ধরা হয়। এমনটা হলে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের অবনতি হতে পারে। 

Advertisement
দুর্বল রাহুতে আর্থিক ক্ষতির আশঙ্কা দুর্বল রাহুতে আর্থিক ক্ষতির আশঙ্কা
হাইলাইটস
  • তেঁতুল বিছের সঙ্গে রয়েছে জ্যোতিষ যোগ
  • শুভ-অশুভ দুই সঙ্কেতই রয়েছে
  • জেনে নিন বিস্তারিত

বর্ষাকালে বাড়ির বিভিন্ন স্থানে তেঁতুল বিছে-সহ অনেক ধরনের পোকামাকড় দেখা যায়। বাড়ির আনাচেকানাচে হঠাৎ করেই দেখা মেলে এইসব পোকামাকড়ের। তবে আপনি কি জানেন এইসব পোকামাকড়ের সঙ্গে জ্যোতিষের সম্পর্ক রয়েছে। যেমন তেঁতুল বিছের সঙ্গে সম্পর্ক রয়েছে রাহুর। এটি ঘরে দেখতে পাওয়া, শুভ বা অশুভ, উভয় প্রকারের সঙ্কেতই হতে পারে। চলুন জেনে নেওয়া যাক, এই বিষয়ে কী বলছে জ্যোতিষশাস্ত্র।

তেঁতুল বিছে দেখার অশুভ সঙ্কেত
তেঁতুল বিছেকে (Centipede) মাটিতে চলতে দেখা কখনওই শুভ বলে মনে করা হয় না। এটি কোনও বাস্তু ত্রুটির লক্ষণ। একইভাবে, রান্নাঘরে তেঁতুল বিছের চলাচলও অশুভ হিসেবেই ধরা হয়। এমনটা হলে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের অবনতি হতে পারে। 

আবার তেঁতুল বিছেকে যদি বাড়ির সদর দরজা, টয়লেট বা সিঁড়িতে চলতে দেখেন, তাহলে সেটি হল রাশিচক্রে দুর্বল রাহুর (Rahu Dosha) লক্ষণ। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা থাকে। যদি কোনও ব্যক্তির মাথায় তেঁতুল বিছে উঠে যায় তাহলেও সেটি ভাল ইঙ্গিত নয়। ওই ব্যক্তি ভবিষ্যতে কোনও না কোনও সমস্যার সম্মুখিন হতে পারেন।

তেঁতুল বিছে দেখার ভাল লক্ষণ
তবে শুধু অশুভ নয়, এর কিছু শুভ লক্ষণও আছে। যদি বাড়ির মন্দিরে তেঁতুল বিছে চলতে দেখেন তাহলে সেটি একটি শুভ সঙ্কেত। এক্ষেত্রে বাড়ির সদস্যরা খুব তাড়াতাড়ি ভাল কোনও খবর পেতে পারেন। অমীমাংসিত কাজ সম্পন্ন হতে পারে। পরিবারের লোকেরা পেতে পারেন মা লক্ষ্মীর আশীর্বাদ। পাশাপাশি তেঁতুল বিছেকে যদি বাড়ির বাইরে যেতে দেখেন, তাহলে তার অর্থ হল ঝামেলা-অশান্তির ইতি। আর যদি বাড়িতে মৃত তেঁতুল বিছে দেখেন, তাহলে বুঝবেন পরিবারের বড়সড় কোনও একটি বিপদ কেটে গিয়েছে।

আরও পড়ুনছবিটিতে ভুল কোথায়? পারলেই আপনি জিনিয়াস

Advertisement

 

Advertisement