Shukra Gochar: শুক্রের গোচরে লক্ষ্মী-নারায়ণ যোগ, বিলাসবহুল জীবন শুরু ৩ রাশির

Shukra Gochar: দৈত্যদের গুরু শুক্র এক নিশ্চিত সময়ের পর রাশি পরিবর্তন করে। যার প্রভাব ১২টি রাশির ওপর পড়তে দেখা যায়। প্রেম-আকর্ষণ, ধন-সম্পদ, সুখ-সমৃদ্ধির কারক শুক্র অগাস্ট মাসের শেষে চন্দ্রের রাশি কর্কটে প্রবেশ করবে, যেখানে শুক্র বুধের সঙ্গে যুতি করে লক্ষ্মী নারায়ণ যোগের নির্মাণ করবে।

Advertisement
শুক্রের গোচরে লক্ষ্মী-নারায়ণ যোগ, বিলাসবহুল জীবন শুরু ৩ রাশিরশুক্রের গোচর ২০২৫
হাইলাইটস
  • দৈত্যদের গুরু শুক্র এক নিশ্চিত সময়ের পর রাশি পরিবর্তন করে।

দৈত্যদের গুরু শুক্র এক নিশ্চিত সময়ের পর রাশি পরিবর্তন করে। যার প্রভাব ১২টি রাশির ওপর পড়তে দেখা যায়। প্রেম-আকর্ষণ, ধন-সম্পদ, সুখ-সমৃদ্ধির কারক শুক্র অগাস্ট মাসের শেষে চন্দ্রের রাশি কর্কটে প্রবেশ করবে, যেখানে শুক্র বুধের সঙ্গে যুতি করে লক্ষ্মী নারায়ণ যোগের নির্মাণ করবে। এই রাজযোগ নির্মাণের ফলে কিছু রাশির জাতকদের ভাগ্য চমকাবে। মা লক্ষ্মীর কৃপায় প্রত্যেক ক্ষেত্রে এদের অপার সফলতার সঙ্গে ধনলাভ হবে। 

বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে, ২১ অগাস্ট ভোর রাত ১টা ২৫ মিনিটে শুক্র কর্কট রাশিতে প্রবেশ করবে। যেখানে প্রথম থেকে বুধ গ্রহ বিরাজ করছে। এরকম অবস্থায় এই দুই গ্রহের যুতিতে লক্ষ্মী নারায়ণ যোগের নির্মাণ হতে চলেছে। এই যোগ ৩০ অগাস্ট পর্যন্ত থাকবে। এরপর বুধ কর্কট রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে প্রবেশ করবে। 

মেষ রাশি
এই রাশির জাতকদের জন্য লক্ষ্মী নারায়ণ যোগ বেশ সৌভাগ্যময় হতে চলেছে। এই রাশি সব ক্ষেত্রে অপার সফলতা অর্জন করবেন। চাকুরিজীবিরা তাঁদের পরিশ্রমের ফল পাবেন। আপনার কাজ দেখে বড় কোনও দায়িত্ব পেতে পারেন। এরই সঙ্গে বেতন বৃদ্ধির যোগ তৈরি হচ্ছে। আপনার কোনও আটকে থাকা ইচ্ছা পূরণ হবে। আর্থিক পরিস্থিতি ভাল হবে। আয়ের নতুন রাস্তা খুলে যাবে। জমি, বাড়ি কেনার সুখ প্রাপ্ত হবে। উচ্চ আধিকারিকদের সঙ্গে আপনার ভাল সম্পর্ক তৈরি হবে। ভাই-বোনের সঙ্গে ভাল সময় কাটাবেন। 

মিথুন রাশি
এই রাশির জাতকদের জন্য এই সময়টা খুবই ভাল কাটবে। এই রাশির জাতকদের জীবনে ভাল পরিণাম দেখা দিতে পারে। নতুন পোশাক, গয়না এগুলো কিনতে পারেন। আধ্যাত্মিকতার দিকে ঝোঁক বাড়বে। ধার্মিক কাজে নিজে থেকে এগিয়ে যোগ দেবেন। ঘর-পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন। কোনও মাঙ্গলিক কাজে অংশ নিতে পারেন। প্রশাসনিক কাজে অপার সফলতা অর্জন করতে পারবেন। জীবনে সুখ আসবে। তীর্থযাত্রায় যাওয়ার সুযোগ আসতে পারে। 

বৃশ্চিক রাশি
এই রাশির জাতকদের জন্য লক্ষ্মী নারায়ণ যোগ লাকি প্রমাণিত হবে। এই রাশির জাতকদের চাকরি ও ব্যবসা বেশ লাভজনক হবে। ব্যবসা ক্ষেত্রে বেশ লাভ পাওয়ার যোগ রয়েছে। সরকারি আধিকারিকদের সঙ্গে আপনার ভাল সম্পর্ক তৈরি হবে। ধার্মিক জায়গায় যাওয়ার পরিকল্পনা করতে পারেন। ভাগ্য সঙ্গ দেবে। পরিবারের সঙ্গে সম্পর্ক ভাল হবে। বিদেশ সফরের সুযোগ পাবেন। বিদেশে সম্পর্কিত মামলায় অপার সফলতা অর্জন করতে পারবেন।   

Advertisement


(Disclaimer: এখানে প্রদত্ত তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)


 

POST A COMMENT
Advertisement