২০ নভেম্বর ভাগ্য ঘুরবে ৩ রাশির।জ্যোতিষ মতে, গ্রহের রাশি পরিবর্তনে (Gochar) বারোটি রাশির উপরেই প্রভাব পড়ে। সেটা শুভও হতে পারে, আবার অশুভও হতে পারে। বিশেষ যোগের (Cosmic Alignment) জেরে বিরল সৌভাগ্যও মিলতে পারে। এমনই একটি যোগ হল চতুর্গ্রহী যোগ। এই যোগ তৈরি হলে এক রাশিতেই একসঙ্গে চারটি গ্রহ অবস্থান করে। জ্যোতিষ মতে, চলতি নভেম্বরেই এই শক্তিশালী হতে চলেছে। বর্তমানে সূর্য, বুধ ও মঙ্গল বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। ২০ নভেম্বর চাঁদও এই রাশিতে প্রবেশ করবে। আর সঙ্গে সঙ্গে চার গ্রহের উপস্থিতি চতুর্গ্রহী যোগ গঠিত হবে। এই বিরল যোগে তিন রাশির জাতক জাতিকা বিশেষভাবে উপকৃত হবেন
মেষ রাশি
এই সময় ব্যবসা ও পেশা, দুই ক্ষেত্রেই নতুন সুযোগ আসতে পারে। আত্মবিশ্বাস বাড়বে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। দাম্পত্য ও প্রেমজীবনে থাকবে সুখের ছোঁয়া। আয় বৃদ্ধি, বকেয়া অর্থ পাওয়া এবং ঋণমুক্তি হওয়ার সম্ভাবনা প্রবল। মার্কেটিং, সেলস, অনলাইন বা সৃজনশীল কাজে যুক্ত ব্যক্তিদের বেতন বৃদ্ধি বা প্রোমোশনের রাস্তা খুলে যেতে পারে।
কন্যা রাশি
মনযোগের উন্নতি হবে, পড়াশোনায় সাফল্য মিলবে। সরকারি চাকরির পরীক্ষার্থীদের জন্য এই সময় বিশেষ শুভ। বাড়তে পারে অর্থভাগ্য, লভ্যাংশ ও ইনভেস্টমেন্ট গেইন পাওয়ার সম্ভাবনা রয়েছে। লেখালেখি, সংগীত, নৃত্য, মিডিয়া ও যোগাযোগ ক্ষেত্রে কর্মরতদের নতুন কাজ বা প্রজেক্ট আসতে পারে।
বৃশ্চিক রাশি
জীবনে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত। পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ভাল খবর আসতে পারে। বিবাহ যোগ প্রবল। দাম্পত্য সম্পর্কেও মাধুর্য ফিরবে। নতুন যানবাহন কেনা বা মূল্যবান ধাতুতে বিনিয়োগ করার জন্য সময়টা শুভ। পুরনো বন্ধুদের সঙ্গে রিইউনিয়ন হতে পারে।
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।