Janmashtami Lucky Rashi: চন্দ্রের বিরাট খেলা শুরু, জন্মাষ্টমীতে কৃষ্ণের কৃপায় ৩ রাশি বড়লোক

Janmashtami Lucky Rashi: এই বছর জন্মাষ্টমী ১৬ অগাস্ট পালন করা হবে। শনিবার কৃষ্ণের জন্মোৎসব উদযাপন হবে। এই শুভদিনে শ্রীকৃষ্ণের নাড়ু গোপাল অবতারের পুজো করা হয়। পঞ্চাঙ্গ অনুসারে, প্রত্যেক বছর এই উৎসব ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয়।

Advertisement
চন্দ্রের বিরাট খেলা শুরু, জন্মাষ্টমীতে কৃষ্ণের কৃপায় ৩ রাশি বড়লোকজন্মাষ্টমী
হাইলাইটস
  • এই বছর জন্মাষ্টমী ১৬ অগাস্ট পালন করা হবে।

এই বছর জন্মাষ্টমী ১৬ অগাস্ট পালন করা হবে। শনিবার কৃষ্ণের জন্মোৎসব উদযাপন হবে। এই শুভদিনে শ্রীকৃষ্ণের নাড়ু গোপাল অবতারের পুজো করা হয়। পঞ্চাঙ্গ অনুসারে, প্রত্যেক বছর এই উৎসব ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয়। জন্মাষ্টমীতে ভক্তরা শ্রী কৃষ্ণের জন্য ব্রত রাখে আর তাঁর পুজো করেন। এই বছর জ্যোতিষ দৃষ্টিতে জন্মাষ্টমী পর্বকে খুবই বিশেষ বলে মনে করা হয়। কারণ এইদিন সর্বার্থসিদ্ধি যোগ, অমৃতসিদ্ধি যোগ ও চন্দ্রদেবের গোচর হতে চলেছে। আসলে, ১৬ অগাস্ট চন্দ্রমা বৃষ রাশিতে গোচর করবে আর বৃষ রাশির অধিপতি শুক্র, যার ফলে এইদিন শুক্র-চন্দ্রমার যুতি হবে। দেখে নিন জন্মাষ্টমীর দিন কোন কোন রাশি ভাগ্যবান হতে চলেছে। 

বৃষ রাশি
জন্মাষ্টমীর দিন চন্দ্রের গোচর বৃষ রাশির জাতকদের জন্য শুভ হতে চলেছে। সুখ-সমৃদ্ধি প্রাপ্তি হবে। সব কাজে সফলতা পাবেন। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। দাম্পত্যে মধুরতা বাড়বে। স্বাস্থ্য ভাল থাকবে। আর্থিক পরিস্থিতি ভাল হবে। মা-বাবার সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে।  

কর্কট রাশি
জন্মাষ্টমীতে কর্কট রাশির জাতকদের ওপর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা থাকবে। কেরিয়ারে উন্নতির সুযোগ পাবেন। ভাগ্যের সঙ্গ পাবেন। পরিবারের সঙ্গে সুখের সময় কাটাতে পারবেন। এই সময়কাল আপনার জন্য খুবই শুভ হতে চলেছে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও ভাল হবে। 

সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের এই সময় স্বাস্থ্য ভাল থাকবে। সম্পর্কে ধুরতা বাড়বে। আয় বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে পদোন্নতি হবে। আর্থিক দিক মজবুত হবে। কোনও সুখবর পেতে পারেন এই সময়।  
 

POST A COMMENT
Advertisement