Gajkesari Rajyog: কিছুক্ষণ পরই চন্দ্র-গুরুর বিরাট বদল, লক্ষ্মীর কৃপায় হঠাৎ করে টাকা পাবেন ৩ রাশি

Gajkesari Rajyog: মন ও মায়ের কারক চন্দ্রমা সবচেয়ে দ্রুত গতিতে চলা গ্রহ বলে মনে করা হয়। প্রায় আড়াই দিন পর্যন্ত এক রাশিতে থাকার পর চন্দ্রমা রাশি পরিবর্তন করে। এরকম অবস্থায় চন্দ্রমা কোনও না কোনও গ্রহের সঙ্গে যুতি করতে থাকে। এরকম অবস্থায় চন্দ্রমা নবগ্রহের সঙ্গে শুভ-অশুভ রাজযোগের নির্মাণ করে থাকে।

Advertisement
কিছুক্ষণ পরই চন্দ্র-গুরুর বিরাট বদল, লক্ষ্মীর কৃপায় হঠাৎ করে টাকা পাবেন ৩ রাশিগজকেশরী রাজযোগে ৩ রাশির দারুণ সময়
হাইলাইটস
  • মন ও মায়ের কারক চন্দ্রমা সবচেয়ে দ্রুত গতিতে চলা গ্রহ বলে মনে করা হয়।

মন ও মায়ের কারক চন্দ্রমা সবচেয়ে দ্রুত গতিতে চলা গ্রহ বলে মনে করা হয়। প্রায় আড়াই দিন পর্যন্ত এক রাশিতে থাকার পর চন্দ্রমা রাশি পরিবর্তন করে। এরকম অবস্থায় চন্দ্রমা কোনও না কোনও গ্রহের সঙ্গে যুতি করতে থাকে। এরকম অবস্থায় চন্দ্রমা নবগ্রহের সঙ্গে শুভ-অশুভ রাজযোগের নির্মাণ করে থাকে। তবে বৃহস্পতির সঙ্গে চন্দ্রমার যুতি সবচেয়ে অধিক শুভ বলে মনে করা হয়ে থাকে। কারণ এটা গজকেশরী রাজযোগের নির্মাণ করে থাকে। রবিবার এই রাজযোগের সৃষ্টি হয়েছে। আর এর ফলে বেশ কিছু রাশির জীবনে শুভ পরিবর্তন হবে। আসুন জেনে নিন সেই সৌভাগ্যশালী রাশি কারা। 

পঞ্চাঙ্গ অনুসারে, চন্দ্রমা ২০ এপ্রিল সন্ধ্য়ে ৬টা ৪ মিনিটে মকর রাশিতে প্রবেশ করে যাবে আর ২৩ এপ্রিল পর্যন্ত এই রাশিতে থাকবে। বৃষ রাশিতে গুরু বিরাজ করছে। যেখানে চন্দ্রমার এন্ট্রি হতেই তার ওপর বৃহস্পতির দৃষ্টি পড়বে। যার ফলে গজকেশরী রাজযোগের সৃষ্টি হবে। 

বৃষ রাশি
এই রাশির জাতকদের জন্য গজকেশরী রাজযোগ বেশ লাকি বলে প্রমাণিত হবে। প্রত্যেক ক্ষেত্রে এই রাশিদের সফলতা প্রাপ্তি হবে। মা লক্ষ্মীর কৃপায় আপনার অনেক লাভবান হবেন। মায়ের পূর্ণ সহযোগিতা পাবেন। সুখ-স্বাচ্ছন্দ্য আসবে। সমাজে মান-সম্মান বাড়বে। কেরিয়ারে যে বাধা আসছিল তা দূর হবে। আপনার সাহস বাড়বে। আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। প্রেমের জীবন ভাল চলবে। সম্পর্ক মজবুত হবে। মানসিক ও শারীরিক স্বাস্থ্যকে গুরুত্ব দিন। 

কন্যা রাশি
এই রাশির জাতকদের জন্য গজকেশরী রাজযোগ ফলপ্রদ প্রমাণিত হবে। এই রাশির জাতকদের দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সঙ্গে অর্থ-ধনের বৃদ্ধি হবে। সন্তানের পক্ষ থেকে চলা সমস্যা দূর হবে। যে প্রজেক্ট নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন, সেখানে সফলতা মিলতে পারে। গাড়ি, বাড়ি অথবা কোনও সম্পত্তি কেনার স্বপ্ন পূরণ হতে পারে। মা লক্ষ্মীর কৃপায় অর্থ সঙ্কট থেকে রেহাই পাবেন। 

Advertisement

মকর রাশি
এই রাশির জাতকদের জন্য গজকেশরী রাজযোগ অনুকূল প্রমাণিত হবে। এই রাশির জাতকেরা বাম্পার লাভ করবেন। পরিবারের সঙ্গে চলা অশান্তি শেষ হবে। সন্তানের পক্ষ থেকে সুখবর পাবেন। আগামী ৫৪ ঘণ্টার মধ্যে কোনও শুভ কাজ হতে পারে। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে এবং জীবনে চলা সব সমস্যা থেকে মুক্তি পাবেন। মা-বাবার পূর্ণ সঙ্গ পাবেন। যার ফলে নিজের লক্ষ্য অর্জন করতে সফল হবেন। বন্ধু অথবা পরিবারের সঙ্গে কোনও সফরে যেতে পারেন। 

(Disclaimer: এখানে প্রদত্ত তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)
 

POST A COMMENT
Advertisement