Ganesh Chaturthi: গণেশ চতুর্থীতে নবপঞ্চম যোগ, বাপ্পার কৃপায় ৩ রাশির 'অচ্ছে দিন' শুরু

Ganesh Chaturthi: ২৭ অগাস্ট বুধবার গণেশ চতুর্থীর উৎসব পালন করা হবে। এইদিন গণেশের উপাসনা করা হয়ে থাকে। পঞ্চাঙ্গ অনুসারে, ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থ তিথিতে গণেশ চতুর্থী পালন করা হয়। জ্যোতিষ মতে, গণেশ চতুর্থীতে খুবই শুভ যোগ তৈরি হচ্ছে।

Advertisement
গণেশ চতুর্থীতে নবপঞ্চম যোগ, বাপ্পার কৃপায় ৩ রাশির 'অচ্ছে দিন' শুরু গণেশ চতুর্থীর লাকি রাশি
হাইলাইটস
  • ২৭ অগাস্ট বুধবার গণেশ চতুর্থীর উৎসব পালন করা হবে।

২৭ অগাস্ট বুধবার গণেশ চতুর্থীর উৎসব পালন করা হবে। এইদিন গণেশের উপাসনা করা হয়ে থাকে। পঞ্চাঙ্গ অনুসারে, ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থ তিথিতে গণেশ চতুর্থী পালন করা হয়। জ্যোতিষ মতে, গণেশ চতুর্থীতে খুবই শুভ যোগ তৈরি হচ্ছে। আসলে এইদিন শুক্র কর্কট রাশিতে বিরাজ করে বরুণ গ্রহের সঙ্গে মিলিত হয়ে ১২০ ডিগ্রিতে নবপঞ্চম যোগের সৃষ্টি করবে। এরই সঙ্গে রবি যোগ, ধন যোগ, লক্ষ্মী নারায়ণ যোগ, গজকেশরী যোগ, শুভ যোগ ও আদিত্য যোগের সংযোগ তৈরি হবে। এই সব শুভযোগে গণেশ চতুর্থীতে কিছু রাশির জীবনে ধন, সুখ-সমৃদ্ধি, কেরিয়ার ও ব্যবসা ক্ষেত্রে লাভ হবে। আসুন জেনে নিই সেই সৌভাগ্যময় রাশি কারা। 

মিথুন রাশি
মিথুন রাশিতে তৈরি হওয়া এই যোগে ইতিবাচকতা নিয়ে আসবে। ভাগ্যের ভরপুর সঙ্গ পাবেন। আটকে থাকা কাজ পূরণ হবে। ব্যবসায় নতুন সুযোগ পাবেন। সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটাতে পারবেন। ধার্মিক কাজে মন বসবে। আর্থিক দিক মজবুত হবে। 

কর্কট রাশি
কর্কট রাশির জন্য এই সময়টা খুবই ভাল। জীবনে সফলতা ও সুখ-সমৃদ্ধির বর্ষণ হবে। ভগবান গণেশের কৃপায় লাক্সারি জীবন পাবেন। আর্থিক দিক থেকে সব সমস্যা দূর হবে। ব্যবসায় বড় কোনও চুক্তি হতে পারে। দাম্পত্য জীবনে মিষ্টতা বাড়বে। 

কন্যা রাশি
এই সময় সব পারিবারিক সমস্যা দূর হবে। চাকরি ও কেরিয়ারের পথ প্রশস্ত হবে। চাকরির নতুন সুযোগ পাবেন। সম্পর্ক আরও মজবুত হবে। আর্থিক দুঃশ্চিন্তা মিটবে। বাড়িতে সুখবর আসবে। মা-বাবার সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে।  

POST A COMMENT
Advertisement