Guru Gochar 2025: বৃহস্পতি হতাশা নিয়ে আসছে, ৪ রাশির ভাল সময় শেষ

Guru Gochar 2025: নবগ্রহদের মধ্যে বৃহস্পতিকে দেবতাদের গুরু বলে মনে করা হয়। ১৪ মে বৃহস্পতির গোচর হতে চলেছে। গুরু বৃষ রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে। জ্যোতিষ শাস্ত্রে বৃহস্পতির রাশি পরিবর্তনকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বৃহস্পতির গোচরের প্রভাব দেশ-দুনিয়ার ওপর পড়তে দেখা যায়।

Advertisement
বৃহস্পতি হতাশা নিয়ে আসছে, ৪ রাশির ভাল সময় শেষ বৃহস্পতির গোচরে দুর্ভাগ্য শুরু কাদের?
হাইলাইটস
  • নবগ্রহদের মধ্যে বৃহস্পতিকে দেবতাদের গুরু বলে মনে করা হয়।

নবগ্রহদের মধ্যে বৃহস্পতিকে দেবতাদের গুরু বলে মনে করা হয়। ১৪ মে বৃহস্পতির গোচর হতে চলেছে। গুরু বৃষ রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে। জ্যোতিষ শাস্ত্রে বৃহস্পতির রাশি পরিবর্তনকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বৃহস্পতির গোচরের প্রভাব দেশ-দুনিয়ার ওপর পড়তে দেখা যায়। বৈদিক শাস্ত্র অনুসারে, বৃহস্পতি অর্থাৎ দেবগুরুকে সবচেয়ে লাভকারী গ্রহ বলে মানা হয়ে থাকে। কোষ্ঠীতে বৃহস্পতি যদি ভাল অবস্থায় থাকে তাহলে পরিণাম বেশ ইতিবাচক হয়। তবে ১৪ মে বৃহস্পতির গোচরের ফলে কিছু রাশিকে সাবধানে থাকতে হবে। 

মেষ রাশি
মেষ রাশির জাতকদের চাকরির চাপ সমস্যায় ফেলবে। আপনার খরচা বাড়বে। জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া, অশান্তি হতে পারে। শত্রুদের থেকে সাবধানে থাকুন। অপ্রয়োজনীয় খরচ হবে। 

কন্যা রাশি
কন্যা রাশির জাতকদের পেশাগত জীবনে সমস্যা তৈরি হতে পারে। কেরিয়ারের তরফ থেকে এই সময়কালটা একটু সমস্যাময় হতে পারে। অর্থ সংক্রান্ত সমস্যা হবে। দাম্পত্য জীবনে মুশকিল দেখা দেবে। 

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকদের জন্য এই সময়টা সমস্যা দেখা দেবে। কর্মক্ষেত্রে সহকর্মী ও ঊধ্বতন কর্তৃপক্ষদের সহযোগিতা পাবেন না। এই সময় কাজ বুঝেশুনে করুন। স্বাস্থ্য ভাল থাকবে না। 

মকর রাশি
মকর রাশির জাতকদের জন্য এই গোচর ভাল বলে মনে করা হচ্ছে না। ব্যবসায় সাবধানে থাকুন। লোকসান হতে পারে ব্যবসায়। কোনও ঝগড়া হতে পারে। এই সময় স্বাস্থ্যের যত্ন নিন। দাম্পত্য জীবনে তিক্ততার সৃষ্টি হবে।      

POST A COMMENT
Advertisement