Guru Chandal Yog 2025: নতুন বছরে একাধিকবার অবস্থান বদল গুরুর, ৩ রাশি পাবেন টাকা সঙ্গে সন্তান সুখ

Guru Chandal Yog 2025: জ্যোতিষ শাস্ত্র মতে, গ্রহ-গোচরের দৃষ্টিভঙ্গিতে নতুন বছর অর্থাৎ ২০২৫ সাল খুবই বিশেষ হতে চলেছে। আসলে ২০২৫ সালে প্রত্যেক গ্রহ-নক্ষত্রের মতো গুরুও নিজের অবস্থান বদল করবে। নতুন বছরে বৃহস্পতি সব মিলিয়ে ৩ বার নিজের অবস্থান বদল করবে।

Advertisement
নতুন বছরে একাধিকবার অবস্থান বদল গুরুর, ৩ রাশি পাবেন টাকা সঙ্গে সন্তান সুখ গুরুর অবস্থান বদলে ৩ রাশির ভাগ্য বদলাবে
হাইলাইটস
  • জ্যোতিষ শাস্ত্র মতে, গ্রহ-গোচরের দৃষ্টিভঙ্গিতে নতুন বছর অর্থাৎ ২০২৫ সাল খুবই বিশেষ হতে চলেছে।

জ্যোতিষ শাস্ত্র মতে, গ্রহ-গোচরের দৃষ্টিভঙ্গিতে নতুন বছর অর্থাৎ ২০২৫ সাল খুবই বিশেষ হতে চলেছে। আসলে ২০২৫ সালে প্রত্যেক গ্রহ-নক্ষত্রের মতো গুরুও নিজের অবস্থান বদল করবে। নতুন বছরে বৃহস্পতি সব মিলিয়ে ৩ বার নিজের অবস্থান বদল করবে। গুরু গ্রহের প্রথম রাশি পরিবর্তন হবে ১৪ মে, যেটা মিথুন রাশিতে। এরপর বৃহস্পতি ১৮ অক্টোবর কর্কট রাশিতে প্রবেশ করবে। এছাড়াও বৃহস্পতির তৃতীয় পরিবর্তন হবে ৩ ডিসেম্বর মিথুন রাশিতে। ২০২৫ সালে গুরু গ্রহ গুরু-চণ্ডাল নামে যোগ তৈরি করবে। যা কিছু রাশির জন্য খুবই শুভ প্রমাণিত হবে এবং লাভদায়ক হবে। জেনে নিন সেই রাশি কারা। 

বৃষ রাশি
২০২৫ সালে গুরুর পরিবর্তনে বৃষ রাশির জীবনে বিশেষ পরিবর্তন আসবে। এই রাশির জাতকেরা অবিবাহিত হলে তাঁদের জন্য বিয়ের প্রস্তাব আসবে। বিবাহিতদের দাম্পত্য জীবনে বিশেষ পরিবর্তন আসতে চলেছে। জীবনসঙ্গীর পূর্ণ সঙ্গ পাবেন। দূরের কোনও সফর করবেন যা আপনার জন্য লাভদায়ক। কর্মস্থানে আপনি কোনও বড় ও গুরুত্বপূর্ণ পদ পাবেন। চাকরিতে পদোন্নতি হবে। 

মিথুন রাশি
নতুন বছরে গুরু গ্রহের অবস্থান বদলে মিথুন রাশির জাতকদের চাকরিতে পরিবর্তন দেখা দিতে পারে। এই পরিবর্তন আপনার ভবিষ্যতের জন্য লাভদায়ক ও শুভ হবে। যদি কোনও ধরনের অশান্তি চলে তাহলে সেটা শেষ হবে। সন্তান হতে পারে। ঋণের সমস্যা থেকে মুক্তি পাবেন। আর্থিক পরিস্থিতিতে অসাধারণ পরিবর্তন নজর আসবে। 

সিংহ রাশি
নতুন বছরে বৃহস্পতির তিনটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের কারণে সিংহ রাশির জাতকরা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। অর্থনৈতিক পরিস্থিতিতে একটি বিস্ময়কর পরিবর্তন দেখা যাবে। জমি সংক্রান্ত কাজে আর্থিক লাভের প্রবল সম্ভাবনা থাকবে। চাকরিজীবীদের বেতন বৃদ্ধি হতে পারে। প্রতিটি কাজে সাফল্য পাবেন।

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)
 

Advertisement

POST A COMMENT
Advertisement