বৈদিক জ্যোতিষে গুরু গ্রহকে সমৃদ্ধি, জ্ঞান, জ্যোতিষ, আধ্যাত্মিকতা, ধন ও গুরু বা শিক্ষকের কারক বলে মনে করা হয়। এরই সঙ্গে গুরু গ্রহকে জ্যোতিষশাস্ত্রে দেবতাদের গুরুর উপাধি মিলেছে। গুরু গ্রহ বছরের শেষে মিথুন রাশিতে বক্রী হতে চলেছেন। মিথুন রাশির ওপর বুধ গ্রহের আধিপত্য রয়েছে। এরকম অবস্থায় গুরু গ্রহের বক্রী হওয়ার প্রভাব সব রাশিদের ওপর দেখা দেবে। এরই সঙ্গে এই রাশিদের ভাল সময় শুরু হতে চলেছে। এই রাশিদের পদ-প্রতিষ্ঠার প্রাপ্তি হতে পারে। এরই সঙ্গে আটকে থাকা অর্থ পাওয়া যাবে।
কন্যা রাশি
আপনাদের জন্য গুরু বৃহস্পতির উল্টো চাল নেতিবাচক প্রমাণিত হতে পারে। কারণ গুরু গ্রহ আপনার রাশির কর্মস্থানে বক্রী হবে। এই সময় আপনার কাজ ও ব্যবসায় উন্নতি দেখা দেবে। আপনার এই সময় ভাগ্যোদয় হতে পারে। গাড়ি বা সম্পত্তি কেনার যোগ তৈরি হচ্ছে। কেরিয়ারে নতুন উপলব্ধি প্রাপ্ত হবে আর পড়ুয়াদের শিক্ষায় সফলতা মিলবে। ব্যবসার জন্য এই সময়টা ভাল। নতুন বিনিয়োগ করলে লাভবান হবেন।
তুলা রাশি
গুরু বৃহস্পতির বক্রী চালে কন্যা রাশির মানুষদের শুভ ফল প্রমাণিত হবে। কারণ গুরু গ্রহ আপনার রাশির নবম ঘরে রয়েছে। আপনার আর্থিক পরিস্থিতি ভাল চলবে। আপনার আয় বাড়বে আর আপনার পারিবারিক জীবনে উন্নতি হবে। যার ফলে আপনার মন প্রসন্ন থাকবে। দেশ-বিদেশের সফর করতে পারবেন। এই সময় আপনার অর্থ ধার্মিক কাজে খরচ হবে। চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হবেন। এই সময় আপনার সব ইচ্ছা পূরণ হবে। এরই সঙ্গে মান-সম্মান বাড়বে।
বৃষ রাশি
আপনাদের জন্য বৃহস্পতি উল্টো চাল শুভ সময় নিয়ে আসবে। কারণ গুরু গ্রহ আপনার রাশির অর্থের ঘরে বিরাজ করছে। সময়ে সময়ে আকস্মিক অর্থলাভ হবে। এরই সঙ্গে সম্পত্তির সঙ্গে যুক্ত মামলায় লাভবান হবেন। আটকে থাকা অর্থ ফেরৎ পাবেন। আর্থিক পরিস্থিতি শুধরাবে। আয়ের নতুন রাস্তা খুলবে। এই সময় আপনার আয় বাড়তে পারে।
(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)