জ্যোতিষশাস্ত্রে শনিকে সবচেয়ে ধীরগতিতে চলা গ্রহ বলে মনে করা হয়। শনি এই চালের কারণে প্রায় আড়াই বছর সময় লাগে। ২৬ মে অর্থাৎ আগামী অমাবস্যায় শনি সূর্য একে-অপরের ৬০ ডিগ্রি কোণে থাকবে। এছাড়াও সোমবতী অমাবস্যার দিন পিতৃপুরুষের নামে দান-পুণ্য অবশ্যই করবেন। আসুন তাহলে জেনে নিন শনিদেব আর অমাবস্যার সংযোগে কোন রাশিদের লাভ হতে পারে।
বৃষ রাশি
অমাবস্যার সময় শনির সংযোগে বৃষ রাশির জাতকদের ব্যবসায় লাভ হবে। হঠাৎ করে অর্থলাভ হতে পারে। পুরনো কোনও রোগ থেকে মুক্তি পাবেন। ঋণ থেকে মুক্তি পেতে পারেন।
মিথুন রাশি
অমাবস্যার সময় শনির সংযোগে মিথুন রাশি সব ধরনের সমর্থন পাবেন। ভাল সময় আসবে। অর্থ আসার যোগ তৈরি হচ্ছে। দাম্পত্য জীবনে মধুরতা আসবে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। চাকরির জায়গায় প্রশংসা পাবেন।
তুলা রাশি
অমাবস্যার সময় শনি সংযোগে তুলা রাশির ভাগ্যের সঙ্গ পাবেন। বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটাবেন। স্বাস্থ্যের যত্ন নেবেন। হঠাৎ করে অর্থ আসতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে ভাল সময় কাটাবেন।
মকর রাশি
অমাবস্যায় শনির সংযোগ মকর রাশির জাতকদের ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াবে। সমাজে মান-সম্মান বাড়বে। সুখ-সুবিধা বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবন ভাল থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটবে, সুখের সময় আসবে। অবিবাহিতদের বিয়ের যোগ তৈরি হতে চলেছে।