জ্যোতিষ শাস্ত্রমতে একটি নির্দিষ্ট সময় ছাড়া ছাড়া প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকে যার ফলে জাতক-জাতিকাদের জীবনে বিশেষ প্রভাব বিস্তার করে। এই মাসে কয়েকটি গ্রহের বড়সড় পরিবর্তন হতে চলেছে। সেপ্টেম্বরেই মঙ্গল ঘর পরিবর্তন করতে চলেছে। ১৩ সেপ্টেম্বর মঙ্গল কন্যা থেকে বেরিয়ে তুলাতে প্রবেশ করবে। তার সঙ্গে স্বাতী ও চিত্রা নক্ষত্রে প্রবেশ করবেন মঙ্গল, জাতক-জাতিকাদের জন্য বড়সড় সময় আসতে চলেছে ৷ এবার জেনে নেওয়া যাক ঠিক কোন রাশির ক্ষেত্রে বড় সময় আসতে চলেছে। সেপ্টেম্বরে একাধিক গ্রহের গোচর রয়েছে। ১৩ সেপ্টেম্বর মঙ্গল কন্যা থেকে বেরিয়ে তুলাতে প্রবেশ করবেন। একই সঙ্গে সূর্য ১৭ সেপ্টেম্বর সিংহ থেকে বেরিয়ে কন্যাতে প্রবেশ করবেন। একই সঙ্গে সূর্য পূর্ব ফাল্গুনী থেকে উত্তর ফাল্গুনী ও হস্ত নক্ষত্রে বিরাজমান থাকবেন। একই সঙ্গে বুধের সঙ্গে বুধাদিত্য রাজযোগের নির্মাণ করবে। তারপরে বুধ উত্তর ফাল্গুনী, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্ত ও চিত্রা নক্ষত্রে থাকবেন ৷ সেপ্টেম্বরে ধন ও বৈভবের দেবতা শুক্র কর্কট ও সিংহ রাশির সঙ্গে সঙ্গে অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে থাকবেন। এছাড়াও আরও কিছু রাশির নক্ষত্র পরিবর্তন রয়েছে। একাধিক গ্রহের অদল বদলে লাভবান হবেন কিছু রাশি। আসুন জেনে নিই তারা কারা।
মেষ রাশি
মেষ রাশির জাতক-জাতিকারা সেপ্টেম্বর জুড়েই কাঁপাবেন। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজের নিবারণ হবে, মঙ্গলের তুলা রাশিতে প্রবেশের ফলে মেষের জাতক-জাতিকাদের সাহস ও পরাক্রম বাড়বে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে, সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে, চাকরি ও ব্যবসায় অত্যন্ত ভাল সময় আসতে চলেছে। পরিশ্রমের ভালই ফল পাবেন জাতক-জাতিকারা। জাতক-জাতিকারা জীবনে ভালই সুখ পাবেন। সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে। হাতে আসবে অত্যন্ত পরিমাণে টাকা। শিক্ষা ক্ষেত্রের সঙ্গে যাঁরা যাঁরা সংযুক্ত এবার আরও সুন্দর সময় আসবে।
কর্কট রাশি
কর্কট রাশির জন্য সেপ্টেম্বর আরও সুন্দর সময় নিয়ে আসতে চলেছে। ইতিবাচক প্রভাব বিস্তারিত হবে জীবনে। কর্কটের স্বামী হলেন চন্দ্র। চন্দ্র ৩ দিনের মধ্যে রাশি পরিবর্তন করে থাকেন সেই ক্ষেত্রে কোনও না কোনও গ্রহের সঙ্গে য়ুতি প্রতিষ্ঠিত করে রাজযোগের নির্মাণ করে থাকেন। যেহেতু সূর্য ও বুধের সঙ্গে বুধাদিত্য রাজযোগের নির্মাণ করছেন ভাল ফল পাবেন কর্কটের মানুষেরাও। রাজনীতির সঙ্গে সংযুক্ত মানুষেরা ভাল ফল পাবেন।
মিথুন রাশি
মিথুন রাশির ক্ষেত্রে সেপ্টেম্বর আরও দুর্দান্ত সময় নিয়ে আসতে চলেছে। বুধের কন্যা রাশিতে প্রবেশের ফলে ভদ্র মহাপুরুষ রাজযোগের নির্মাণ করতে চলেছে। জাতক-জাতিকারা জীবনে ভালই সুখ পাবেন। সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে। হাতে আসবে অত্যন্ত পরিমাণে টাকা। শিক্ষাক্ষেত্রের সঙ্গে যাঁরা যাঁরা সংযুক্ত এবার আরও সুন্দর সময় আসবে।