বৈদিক জ্যোতিষ অনুসারে গ্রহ সময়ে সময়ে গোচর করে এবং শুভ এবং রাজযোগ নির্মাণ করে, যার প্রভাব মানব জীবনের সঙ্গে দেশ-দুনিয়ার ওপর পড়তে দেখা যায়। জেনে রাখুন, গ্রহের সেনাপতি মঙ্গল এখন মিথুন রাশিতে রয়েছে আর ৭ মার্চ চন্দ্রমার গ্রহ মিথুন রাশিতে প্রবেশ করবে। যার ফলে মিথুন রাশিতে মহালক্ষ্মী রাজযোগের নির্মাণ হবে। এই রাজযোগ তৈরি হতেই কিছু রাশির ভাগ্য চমকাতে চলেছে। এরই সঙ্গে এই রাশিদের আকস্মিক অর্থলাভও হবে। আসুন জেনে নিই সেই লাকি রাশি আসলে কারা।
সিংহ রাশি
আপনাদের জন্য মহালক্ষ্মী রাজযোগ লাভদায়ক প্রমাণিত হবে। এই সময় আপনার উপার্জন বাড়বে। আয়ের নতুন নতুন রাস্তা খুলে যাবে। লোন বা পৈতৃক সম্পত্তি থেকে হঠাৎ করে অর্থলাভ হবে। চাকরি বদলানোর সুযোগ আসবে, এটা আপনার উন্নতির জন্য খুবই ভাল। এর সঙ্গে বিনিয়োগ থেকে লাভ পাবেন। শেয়ার বাজার, সট্টা ও লটারি থেকেও লাভ হবে।
কন্যা রাশি
মহালক্ষ্মী রাজযোগ তৈরি হতেই কন্যা রাশির জাতকদের সুসময় আসবে। কাজ ও ব্যবসায় দারুণ উন্নতি হবে। চাকুরিজীবিদের জন্য এই সময় কেরিয়ারে এগিয়ে যাওয়ার। নিজের পরিশ্রম দিয়ে নিজের পরিচয় তৈরি করুন। চাকরি থেকে ভাল লাভ হবে। এই সময় চাকরি থেকে ভাল লাভ হবে। কেরিয়ারে নতুন উচ্চতায় পৌঁছাবেন। ব্যবসা থেকে ভাল অর্থলাভ হবে। ব্যবসা বাড়াতে পারবেন। বাবার সঙ্গে সম্পর্ক মজবুত হবে।
বৃষ রাশি
মহালক্ষ্মী রাজযোগ আপনাদের জন্য শুভ প্রমাণিত হবে। আচমকাই টাকা আসতে শুরু করবে। যাদের নিজেদের দোকান বা ব্যবসা রয়েছে তাদের আর্থিক লাভ হবে। আটকে থাকা অর্থ ফেরৎ পাবেন। পুরনো বিনিয়োগ থেকে লাভবান হবেন। আপনার কথা আরও আকর্ষণীয় হবে, যার ফলে মানুষ প্রাভাবিত হবে। ব্যক্তিত্ব আরও ভাল হবে। আপনার ব্যাঙ্ক-ব্যালেন্স বাড়ূবে।