ভাই-বোনের অটুট প্রেম ও স্নেহের প্রতীক রাখি বন্ধন আগামী ৯ অগাস্ট পালন করা হবে। এই বছর রাখিতে কিছু দুর্লভ সংযোগ তৈরি হতে চলেছে, যা ২টি রাশির জন্য খুবই শুভ বলে বিবেচিত হবে। আসলে রাখির দিন শনি মীন রাশিতে ও মঙ্গল কন্যা রাশিতে ঠিক সামনা-সামনি এসে সমসপ্তক যোগের নির্মাণ করবে। এরই সঙ্গে রাখির দিন ভদ্রাকাল ও পঞ্চকের প্রভাবও থাকবে না। এই দুর্লভ সংযোগ প্রায় ২৯ বছর পর তৈরি হতে চলেছে, যা ২ রাশির জন্য খুবই শুভ হতে চলেছে।
বৃশ্চিক রাশি
গ্রহদের এই পরিস্থিতি আপনার জন্য খুবই শুভ হতে চলেছে। পরিবারে সুখ আসবে। ঘরে কোনও বড় বা শুভ কাজ হতে পারে। অর্থ সংক্রান্ত মামলা থেকে লাভ পেতে পারেন। কোনও আটকে থাকা অর্থ ফেরৎ পেতে পারেন। বিনিয়োগ থেকে ভাল পরিণাম পাবেন। ধার্মিক ও আধ্যাত্মিক কাজে মন বসবে ৷ আগের থেকে আরও ভাল পরিস্থিতি হতে চলেছে ৷ বাড়ি গাড়ি করার সুযোগ থাকছে জাতক-জাতিকাদের জন্য।
মীন রাশি
কেরিয়ার, রোজগারের ব্যাপারে দীর্ঘ যাত্রায় যেতে পারেন। ভবিষ্যতে এই সফর থেকে আপনি ভাল ফল পাবেন। পড়ুয়াদের জন্য এই সময় খুবই অনুকূল থাকবে। প্রতিযোগী পরীক্ষা বা সরকারি চাকরির জন্য প্রস্তুতি শুরু করলে সেখানে সফলতা মিলবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে বর্তমান পরিস্থিতি অনুকূল, ধার্মিক ও আধ্যাত্মিক বিষয়ে আরও আগ্রহ বাড়বে, বাড়বে সাহস ও পরাক্রম কেটে যাবে নানান সমস্যা। শেয়ার বাজারে বিনিয়োগ করলে এই সময়ে লাভের মুখ দেখবেন
এই ৩ রাশি সতর্ক থাকুন
শনি-মঙ্গলের সমসপ্তক যোগের কারণে মেষ, মিথুন ও কর্কট রাশির জাতকদের সতর্ক থাকতে হবে। এই রাশির কেরিয়ার, আর্থিক ও স্বাস্থ্যর ওপর সমস্যা দেখা দিতে পারে।