বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে সব গ্রহই সময়ে সময়ে নিজের উচ্চ রাশি ও স্বরাশিতে গোচর করে, যার প্রভাব মানব জীবনের ওপর পড়তে দেখা যায়। জেনে রাখুন গ্রহদের রাজা সূর্য অগাস্টে নিজের স্বরাশি সিংহে প্রবেশ করতে চলেছে। যার প্রভাব সব রাশির জাতকদের ওপর পডতে দেখা যাবে। তবে এমন ৩ রাশিও রয়েছে, যাঁদের ওপর এই সূর্যের গোচর ভাল ফল দেবে। আসুন জেনে নিই সেই সৌভাগ্যশালী রাশি কারা।
সিংহ রাশি
আপনাদের জন্য সূর্যদেবের রাশি পরিবর্তন অনুকূল প্রমাণিত হবে। সূর্যদেবের কারণে আপনার আত্মবিশ্বাসে বৃদ্ধি দেখতে পাওয়া যাবে। এই সময় প্রভাবশালী মানুষদের সঙ্গে আপনার মেলামেশা বাড়বে। আর যার সরাসরি প্রভাব আপনার কেরিয়ারে দেখা যাবে। এরই সঙ্গে অংশীদারিত্বের কাজে লাভ হবে। দাম্পত্য জীবন মধুর হবে। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পাবেন।
ধনু রাশি
সূর্যদেবের গোচরের ফলে ধনু রাশির জাতকদের সুসময় আসবে। এইসময় আপনার ভাগ্যের সঙ্গ পাবেন আপনি। এরই মাঝে আপনি দেশ-বিদেশের সফর করতে পারবেন। এরই সঙ্গে ধার্মিক ও মাঙ্গলিক কাজে সামিল হতে পারবেন। এই সময় জীবনে সুখ-সুবিধা বাড়বে, কর্মক্ষেত্রে মান-সম্মান ও পদোন্নতি পাবেন। নতুন গাড়ি ও সম্পত্তি কেনার যোগ তৈরি হতে চলেছে আর আর্থিক পরিস্থিতিতে বড় বদল হওয়ার সম্ভাবনা রয়েছে। বাবার সঙ্গে সম্পর্ক মধুর হবে।
বৃশ্চিক রাশি
আপনাদের জন্য সূর্যদেবের রাশি পরিবর্তন লাভদায়ক প্রমাণিত হবে। এই সময় আপনার কাজ-ব্যবসা দারুণ চলবে। এরই সঙ্গে এই সময় নতুন কাজের সূচনা হতে পারে। আটকে থাকা অর্থ ফেরৎ পাওয়ার যোগ রয়েছে। বিদেশ সফর বা বিদেশ থেকে লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরীজিবীদের পদোন্নতির যোগ রয়েছে। ব্যবসায়ীরা ভাল অর্থলাভ করবেন।
(Disclaimer: এখানে প্রদত্ত তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)