Laxmi Narayan Yog: ২ দিনে শুরু হচ্ছে এই দারুণ যোগ, ৫ রাশির পরিস্থিতি বদলে যাবে

Laxmi Narayan Yog: এই দুই শুভ যোগের প্রভাবে কয়েকটি রাশির জাতকদের জীবনে আসতে পারে বড় ধরনের উন্নতি, চাকরি, ব্যবসা, সম্মান, সুযোগ ও আর্থিক লাভ, সব ক্ষেত্রেই দেখা যাবে বদল।

Advertisement
২ দিনে শুরু হচ্ছে এই দারুণ যোগ, ৫ রাশির পরিস্থিতি বদলে যাবেলক্ষ্মী-নারায়ণ যোগে, সুসময় ৩ রাশির

Laxmi Narayan Yog: আসন্ন সোমবার, অর্থাৎ ১৯ জানুয়ারি ২০২৬ থেকে শুরু হচ্ছে বছরের অন্যতম শুভ সময়। সপ্তাহের শুরুতেই মকর রাশিতে চন্দ্র ও মঙ্গলের যুতি গঠনের ফলে তৈরি হবে ধনযোগ। তার সঙ্গেই একই রাশিতে অবস্থান করবে বুধ ও শুক্র, যা মিলিয়ে জন্ম দেবে শক্তিশালী লক্ষ্মী-নারায়ণ রাজযোগ।

এই দুই শুভ যোগের প্রভাবে কয়েকটি রাশির জাতকদের জীবনে আসতে পারে বড় ধরনের উন্নতি, চাকরি, ব্যবসা, সম্মান, সুযোগ ও আর্থিক লাভ, সব ক্ষেত্রেই দেখা যাবে বদল।

মেষ রাশি
এই সপ্তাহটি মেষ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ। সপ্তাহের শুরুতেই টাকার দিক থেকে বড় সুবিধা মিলতে পারে। সরকারি কাজের সঙ্গে যুক্তদের পদোন্নতি বা উল্লেখযোগ্য সাফল্য আসতে পারে। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা প্রবল। নতুন বিনিয়োগ করলেও লাভের সম্ভাবনা বেশি।

বৃষ রাশি
বৃষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল এই সপ্তাহে নবম ঘরে প্রবেশ করছে। ফলে বড় আর্থিক লাভের পাশাপাশি কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার যোগ রয়েছে। ব্যবসায়ীরা নতুন সুযোগ পাবেন। আটকে থাকা কাজ বা টাকা ফিরে আসতে পারে। বিদেশভ্রমণেরও সম্ভাবনা দেখা যাচ্ছে।

কর্কট রাশি
এই সপ্তাহটি কর্কট রাশির জন্য অত্যন্ত কার্যকরী। সহকর্মীদের সাহায্যে বহুদিনের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হতে পারে। বহুদিন ধরে যে জিনিসটি কিনতে চেয়েছিলেন, সেটি কেনা সম্ভব হতে পারে। সম্পর্কে রোম্যান্স বাড়বে। প্রভাবশালী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ ঘটতে পারে, যা ভবিষ্যতে কাজে লাগবে।

মকর রাশি
শুভ যোগ সরাসরি মকর রাশিতেই তৈরি হচ্ছে, তাই সুবিধাও মিলবে সবচেয়ে বেশি। সমাজে সম্মান বাড়বে। রাজনীতিতে প্রত্যাশার চেয়ে বেশি সাফল্য আসতে পারে। সরকারি প্রকল্প থেকে উপকার হবে। সম্পত্তিতে বিনিয়োগ করলে লাভ নিশ্চিত। চাকরিজীবীরা পাবেন পদোন্নতির বিশেষ সুযোগ।

মীন রাশি
মীন রাশির জাতকদের জন্য এটি অত্যন্ত লাভজনক সপ্তাহ। আর্থিক উন্নতি হবে, বিশেষ করে জমি-বাড়ি সংক্রান্ত কাজে সাফল্য মিলতে পারে। অফিসে বসের সমর্থন থাকবে। নতুন কোনও দায়িত্ব হাতে পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনার কাজ সবার প্রশংসা পাবে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement