Brihaspati Gochar 2023 In Mesh Rashi : ২০২৩-এর শুরুতেই বৃহস্পতির গোচর, ৫ রাশির সোনালি দিন শুরু

Guru Gochar 2023 : জন্ম ছকে বৃহস্পতির শুভ অবস্থান বিবাহিত জীবনেও সুখ আনে। ২০২৩-এর সূচনা বৃহস্পতির গোচরের মাধ্যমে হতে চলেছে। মেষ রাশিতে বৃহস্পতির গোচর (Brihaspati Gochar 2023 In Mesh Rashi) সমস্ত রাশির জাতক জাতিকাদের জীবনকেও প্রভাবিত করবে। তবে এর মধ্যে ৫টি রাশির (Zodiac Signs) জন্য এই গোচর অত্যন্ত শুভ হতে চলেছে। জেনে নিন ২০২৩ সালের শুরুতে কোন কোন রাশির জাতক জাতিকাদের ওপরে বৃহস্পতির আশীর্বাদ বর্ষিত হবে।

Advertisement
২০২৩-এর শুরুতেই বৃহস্পতির গোচর, ৫ রাশির সোনালি দিন শুরুপ্রতীকী ছবি
হাইলাইটস
  • আসছে নতুন বছর
  • শুরুতেই বৃহস্পতির গোচর
  • ৫ রাশির পক্ষে অত্যন্ত শুভ

বৈদিক জ্যোতিষশাস্ত্রে, বৃহস্পতি গ্রহের স্থানান্তর (Brihaspati Gochar 2023) অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। কারণ দেবগুরু বৃহস্পতি সৌভাগ্য বৃদ্ধি করে। জীবনে সৌভাগ্য, সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে। জন্ম ছকে বৃহস্পতির শুভ অবস্থান বিবাহিত জীবনেও সুখ আনে। ২০২৩-এর সূচনা বৃহস্পতির গোচরের মাধ্যমে হতে চলেছে। মেষ রাশিতে বৃহস্পতির গোচর (Brihaspati Gochar 2023 In Mesh Rashi) সমস্ত রাশির জাতক জাতিকাদের জীবনকেও প্রভাবিত করবে। তবে এর মধ্যে ৫টি রাশির জন্য এই গোচর (Jupiter Transit 2023) অত্যন্ত শুভ হতে চলেছে। জেনে নিন ২০২৩ সালের শুরুতে কোন কোন রাশির জাতক জাতিকাদের ওপরে বৃহস্পতির আশীর্বাদ বর্ষিত হবে।

মিথুন রাশি (Gemini) : আয় বাড়বে এবং সবদিক থেকে সুবিধা মিলবে। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন এই রাশির জাতক জাতিকারা। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা সফলতা পাবেন। বর্তমান চাকরিতে পদোন্নতির যোগ। অর্থ উপার্জনের নতুন রাস্তা তৈরি হবে।

কর্কট রাশি (Cancer) : বৃহস্পতির গোচর কর্কট রাশির জাতক জাতিকাদের জন্যও প্রচুরা সুবিধা এনে দেবে। কর্মজীবনে অনেক নতুন সুযোগ তৈরি হবে। বড় প্যাকেজের চাকরির অফার আসতে পারে। কর্মস্থলে পদোন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল। সম্মান বাড়বে।

কন্যা রাশি (Virgo) : এই গোচরের ফলে সাফল্য কন্যা রাশির মানুষদের কাছে এসে ধরা দেবে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। দাম্পত্য জীবন ভালবাসায় ভরপুর থাকবে। নতুন উপায়ে অর্থ উপার্জনে সাফল্য আসবে। সম্মান বাড়বে।

তুলা রাশি (Libra) : ২০২৩ সালে, তুলা রাশির জাতকরা গুরু বৃহস্পতির প্রচুর আশীর্বাদ পাবেন। চাকরিজীবীরা বিশেষ সম্মান পেতে পারেন। যে কোনও স্বপ্ন সত্যি হতে পারে। নতুন চাকরি পেতে পারেন। আর্থিক অবস্থাও ভাল থাকবে।

মীন রাশি (Pisces) : বৃহস্পতির রাশি পরিবর্তন মীন রাশির জাতকদেরও প্রচুর অর্থ প্রদান করবে। হঠাৎ করে কোনও জায়গা থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। চাকরির ক্ষেত্রে পরিস্থিতি ভাল হবে। ব্যবসায় নতুন অর্ডার পাবেন, যা প্রচুর লাভ এনে দেবে। বিদেশ থেকেও বড় লাভ মিলতে পারে।

Advertisement

আরও পড়লাম - ২০২৩-এ ১৮ মাস পর তুলায় প্রবেশ কেতুর, ৪ রাশির ব্যাপক রোজগার


 
 

POST A COMMENT
Advertisement