scorecardresearch
 

Brihaspati Margi 2022 In Meen : মার্গী হচ্ছেন গুরু, বৃহস্পতিবারই ৪ রাশির 'আচ্ছে দিন' শুরুর সম্ভাবনা

২৪ নভেম্বর ভোর ৪টে ৩৬ মিনিটে এটি মীন রাশিতে মার্গী (Brihaspati Margi 2022) হবে। এর ফলে বেশকিছু রশির জাতক জাতিকাদের জীবনে পড়তে চলেছে শুভ প্রভাব। চলুন জেনে নেওয়া যাক বৃহস্পতির মার্গী অবস্থানের কারণে কোনও কোনও রাশি জীবনে ঘটতে চলেছে ইতিবাচক পরিবর্তন।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • বৃহস্পতি মার্গী হচ্ছে
  • ২৪ তারিখ মীনে মার্গী
  • দেখুন রাশিফলে কী প্রভাব

জ্যোতিষশাস্ত্র বলছে বর্তমানে মীন রাশিতে বক্রি অবস্থায় রয়েছে বৃহস্পতি। আগামী ২৪ নভেম্বর ভোর ৪টে ৩৬ মিনিটে এটি মীন রাশিতে মার্গী (Brihaspati Margi 2022) হবে। এর ফলে বেশকিছু রশির জাতক জাতিকাদের জীবনে পড়তে চলেছে শুভ প্রভাব। চলুন জেনে নেওয়া যাক বৃহস্পতির মার্গী অবস্থানের কারণে কোনও কোনও রাশি জীবনে ঘটতে চলেছে ইতিবাচক পরিবর্তন।

বৃষ রাশি (Taurus) : বৃহস্পতির সোজা চাল বৃষ রাশির জাতকদের জন্য খুব শুভ হতে চলেছে। তাঁরা কাজে সফলতা পাবেন। অর্থ লাভ হবে। অর্থ উপার্জনের নতুন মাধ্যম তৈরি হবে। বিনিয়োগ থেকেও লাভ হবে। পদোন্নতি ও বেতন বৃদ্ধির প্রবল সম্ভাবনা থাকবে। যাঁরা নতুন চাকরি পাওয়ার অপেক্ষায় ছিলেন, তাঁদের অপেক্ষার অবসান হবে এবং নতুন চাকরিতে যোগ দেবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা থাকবে। বিয়েও ঠিক হতে পারে।

কর্কট রাশি (Cancer) : কর্কট রাশির জাতকদেরও বৃহস্পতির মার্গী অবস্থান সুবিধা দেবে। প্রভাব, সম্মান বৃদ্ধি পাবে। ভাগ্যের সাহায্যে সমস্ত কাজ শেষ হবে। কর্মজীবনে নতুন সুযোগ আসবে, যা ভবিষ্যতে সুফল দেবে। জীবনে সুখ সমৃদ্ধি বাড়বে। ব্যবসায় লাভ হবে। প্রেম জীবনও আনন্দদায়ক হবে। জীবনসঙ্গী ভাল থাকবে।

বৃশ্চিক রাশি (Scorpio) : বৃশ্চিক রাশির জাতকদের জন্য বৃহস্পতির মার্গী অবস্থান একটি বরদান হিসেবে আসতে পারে। পদোন্নতির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ব্যবসায়ীরাও প্রচুর লাভবান হবেন। পরিশ্রমের কাঙ্খিত ফল পাবেন। ফলে জীবনে থাকবে খুশি ও আনন্দ। প্রতিটি কাজে ভাগ্য পূর্ণ সহযোগিতা করবে। কোনও নতুন কাজ শুরু করার জন্যও এটি একটি ভাল সময়।

মীন রাশি (Pisces) : এই রাশিতেই মার্গী হবে বৃহস্পতি। ফলে এই রাশির মানুষেরা বৃহস্পতির সোজা চালের সবচেয়ে বেশি উপকার পাবেন। তাঁদের সমস্ত কষ্টের অবসান হবে। প্রতিটি ক্ষেত্রেই লাভ হবে। জীবনে থাকবে সুখ। অবিবাহিতদের বিয়ে ঠিক হতে পারে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। কেরিয়ারও ভাল চলবে।
 

Advertisement

আরও পড়ুন - প্রতিদিন ১৮৬০-ঘণ্টায় ৭৭ জনের মৃত্যু, ভারতে এই ৫ ব্যাকটেরিয়া হয়ে উঠছে 'খুনি'

Advertisement