
Double Joint Zodiac: ডিসেম্বরের শেষ ভাগে জ্যোতিষ গণনায় ঘটছে এক বিরল গ্রহসমাবেশ। ৬ ডিসেম্বর ২০২৫ বুধ মঙ্গলের রাশি বৃশ্চিকে প্রবেশ করার পর ১৬ ডিসেম্বর একই রাশিতে গোচর করেন গ্রহরাজ সূর্য। এর পর শুক্রবার, ২০ ডিসেম্বর সকালেই বৃশ্চিক রাশিতে যোগ দেন প্রেম ও সৌন্দর্যের প্রতীক শুক্র। এই তিন গ্রহের একই রাশিতে অবস্থানের ফলে একযোগে তৈরি হয়েছে দুটি শক্তিশালী রাজযোগ বুধাদিত্য যোগ এবং লক্ষ্মী নারায়ণ যোগ।
জ্যোতিষীদের মতে, এই যুগল রাজযোগ চারটি রাশির জাতকদের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে চলেছে। কর্মক্ষেত্র থেকে আর্থিক পরিস্থিতি, সব ক্ষেত্রেই মিলতে পারে সুখবর। দেখে নেওয়া যাক, কারা এই সৌভাগ্যের তালিকায় রয়েছেন।
মিথুন রাশি
বুধাদিত্য ও লক্ষ্মী নারায়ণ যোগ মিথুন রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। কর্মজীবনে ভাগ্য সহায় থাকবে। নতুন সুযোগ আসবে এবং সাফল্যের রাস্তা পরিষ্কার হবে। ধর্ম ও আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়বে। ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ বৃদ্ধি পেতে পারে। কেরিয়ারে উন্নতির সম্ভাবনা জোরালো।
সিংহ রাশি
এই দুই রাজযোগ সিংহ রাশির জাতকদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা সুযোগ আসতে পারে। ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে। পড়ুয়াদের ক্ষেত্রে কঠোর পরিশ্রমের ফল মিলবে। সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ আসবে।
তুলা রাশি
তুলা রাশির জাতকদের জন্য এই সময়টা আর্থিক দিক থেকে বিশেষ শুভ। নতুন সম্পত্তি কেনার সুযোগ আসতে পারে। ব্যবসায় পুরনো চুক্তি থেকে লাভের সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের পরিশ্রমের সুফল মিলবে। কর্মজীবনে উন্নতি ও স্থায়িত্ব আসবে।
বৃশ্চিক রাশি
নিজের রাশিতে গ্রহসমাবেশের ফলে বৃশ্চিক রাশির জাতকদের জীবনে বড়সড় পরিবর্তন আসতে পারে। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। আত্মবিশ্বাস বাড়বে। চাকরিজীবীরা পদোন্নতির সুযোগ পেতে পারেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। দাম্পত্য জীবনে সুখ ও বোঝাপড়া বাড়বে।