Budh Ast: বুধ অস্তে ভাগ্যের চাকা ঘুরবে, জুলাই মাসে রাজার হালে ৫ রাশি

Budh Ast: ১১ জুলাই থেকে শ্রাবণ মাসের শুরু। এই মাসকে উৎসর্গ করা হয়েছে ভগবান শিবকে। পবিত্র এই মাস শেষ হবে ৯ অগাস্ট। ওইদিন আবার রাখি বন্ধনও রয়েছে। এই বছর শ্রাবণ মাস খুব বিশেষ হতে চলেছে, কারণ এই মাসের ১৮ তারিখে বুধ কর্কট রাশিতে অস্ত হতে চলেছে।

Advertisement
বুধ অস্তে ভাগ্যের চাকা ঘুরবে, জুলাই মাসে রাজার হালে ৫ রাশিবুধ অস্তে কপাল ফিরবে ৫ রাশির
হাইলাইটস
  • ১১ জুলাই থেকে শ্রাবণ মাসের শুরু।

১১ জুলাই থেকে শ্রাবণ মাসের শুরু। এই মাসকে উৎসর্গ করা হয়েছে ভগবান শিবকে। পবিত্র এই মাস শেষ হবে ৯ অগাস্ট। ওইদিন আবার রাখি বন্ধনও রয়েছে। এই বছর শ্রাবণ মাস খুব বিশেষ হতে চলেছে, কারণ এই মাসের ১৮ তারিখে বুধ কর্কট রাশিতে অস্ত হতে চলেছে। বৈদিক জ্যোতিষ অনুসারে, গ্রহদের অস্ত হওয়া খুবই শুভ বলে মনে করা হয়। বলা হয় যে, গ্রহদের অস্ত হওয়ার অর্থ হল সূর্যের কাছাকাছি আসা। শ্রাবণ মাসে তাই বুধের অস্ত খুবই শুভ প্রভাব নিয়ে আসবে। আসুন জেনে নিই কোন কোন রাশির ওপর সুপ্রভাব পড়বে। 

বৃষ রাশি
বুধের অস্ত অবস্থা বৃষ রাশির জাতকদের জন্য কর্মক্ষেত্রে নতুন সুযোগ নিয়ে আসবে। শত্রুদের ওপর বিজয় পাবেন। সমাজে মান-সম্মান বাড়বে। কেরিয়ারে ইতিবাচকতা আসবে। দাম্পত্য জীবন সুখের হবে। স্বাস্থ্য ভাল থাকবে। 

কর্কট রাশি
বুধের অস্ত যেতেই কর্কট রাশির সব ইচ্ছে পূরণ হবে। বৈবাহিক সমস্যা দূর হবে। আয়ের রাস্তা খুলে যাবে। নতুন মানুষের সঙ্গে সম্পর্ক বাড়বে, যার ফলে লাভ হবে। অর্থ উপার্জনের রাস্তা খুলে যাবে। দাম্পত্যে মধুরতা বাড়বে। পুরনো কোনও রোগ থেকে মুক্তি পাবেন। 

সিংহ রাশি
ভাগ্যের পুরো সঙ্গ পাবেন। জাগতিক সব সুখ প্রাপ্তি হবে। আর্থিক দিক থেকে এই রাশির জাতকেরা সব ধরনের সুযোগ পাবেন। শরীর ও স্বাস্থ্য খুব ভাল যাবে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ভাল হবে। 

বৃশ্চিক রাশি
নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সফলতার যোগ তৈরি হবে। দাম্পত্য জীবনে সুখ আসবে। এই সময়ের মধ্যে কোনও সুখবর পেতে পারেন। আকস্মিক অর্থলাভ হতে পারে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল হবে। 

মকর রাশি
বিদেশে চাকরি ও শিক্ষার সংযোগ তৈরি হচ্ছে। পরিবারের সহযোগিতা পাবেন। কর্মক্ষেত্রে ভাল প্রদর্শন করতে পারবেন। সব কাজ সময়ের আগে শেষ করতে পারবেন। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা হবে।  

Advertisement

POST A COMMENT
Advertisement