Budh Gochar 2025: তুলা রাশিতে বুধ, ৬ রাশির ভাগ্যে বড় বদল আসতে চলেছে

২৩ নভেম্বর, ২০২৫। রাত ৭টা ৫৮ মিনিট। ঠিক এই সময়েই তুলা রাশিতে বুধ প্রবেশ করতে চলেছে। জ্যোতিষশাস্ত্রে বুধকে বুদ্ধি, ব্যবসা, যোগাযোগ, আলোচনা, লেখালেখি ও ভ্রমণের অধিপতি বলা হয়।

Advertisement
তুলা রাশিতে বুধ, ৬ রাশির ভাগ্যে বড় বদল আসতে চলেছেঠিক এই সময়েই তুলা রাশিতে বুধ প্রবেশ করতে চলেছে।
হাইলাইটস
  • ঠিক এই সময়েই তুলা রাশিতে বুধ প্রবেশ করতে চলেছে।
  • জ্যোতিষশাস্ত্রে বুধকে বুদ্ধি, ব্যবসা, যোগাযোগ, আলোচনা, লেখালেখি ও ভ্রমণের অধিপতি বলা হয়।
  • অন্যদিকে তুলা রাশি প্রতিনিধিত্ব করে পার্টনারশিপ, ন্যায়বিচার, কূটনীতি, সামঞ্জস্য ও শিল্পভাবনার।

Budh Gochar 2025: ২৩ নভেম্বর, ২০২৫। রাত ৭টা ৫৮ মিনিট। ঠিক এই সময়েই তুলা রাশিতে বুধ প্রবেশ করতে চলেছে। জ্যোতিষশাস্ত্রে বুধকে বুদ্ধি, ব্যবসা, যোগাযোগ, আলোচনা, লেখালেখি ও ভ্রমণের অধিপতি বলা হয়। অন্যদিকে তুলা রাশি প্রতিনিধিত্ব করে পার্টনারশিপ, ন্যায়বিচার, কূটনীতি, সামঞ্জস্য ও শিল্পভাবনার। ফলে এই গোচর এমন এক সময়, যখন পুরনো সমস্যা আবার সামনে আসতে পারে, ভুল বোঝাবুঝি বাড়তে পারে, কিন্তু সঠিক সিদ্ধান্ত ও ধৈর্য থাকলে লাভও মিলবে। কারণ এই সময়ে বুধ থাকছে অস্ত ও বক্রী অবস্থায়, ফলে কাগজপত্র, কাজ, সিদ্ধান্ত ও কথোপকথনে দেরি ও বিভ্রান্তি হতে পারে। তবে যাঁরা ধৈর্য রাখবেন, পুরনো ভুল থেকে শিক্ষা নেবেন, তাঁদের জীবনে ফের খুলে যেতে পারে সাফল্যের দরজা।

এবার জেনে নেওয়া যাক, কোন রাশির জাতকদের জন্য এই বুধ গোচর বিশেষ শুভ,

মিথুন
পুরনো বন্ধু, পুরনো যোগাযোগ, এমনকি বহুদিন আটকে থাকা প্রোজেক্ট ফিরতে পারে নতুন সুযোগ নিয়ে। শিক্ষকতা, মিডিয়া, লেখালেখি, বিপণন ও ব্যবসায় যুক্তদের ক্ষেত্রে নতুন ডিল বা পুরনো ক্লায়েন্টের সঙ্গে কাজের সম্ভাবনা তৈরি হবে। সম্পর্কের ভুল বোঝাবুঝি মিটে যাবে। শুধু কথাবার্তায় সতর্ক থাকাই শ্রেয়।

কন্যা
যে অর্থ বা বিনিয়োগ নিয়ে দুশ্চিন্তা ছিল, তা ফিরে আসতে পারে। নতুন ব্যবসায়িক পার্টনারশিপ বা চুক্তি সইয়ের উপযুক্ত সময়। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়তে পারে। পরিবারে টাকার ঝামেলা মিটে যাবে, তবে সকল সিদ্ধান্ত লিখিত রাখুন।

তুলা
পুরনো সম্পর্ক বা পার্টনারশিপ ফের নতুন দিশা পেতে পারে। বিবাহ সংক্রান্ত আলোচনায় অগ্রগতি। আর্ট, ফ্যাশন, ইভেন্ট ম্যানেজমেন্ট সংশ্লিষ্টরা নতুন পরিচয় ও ক্লায়েন্ট পাবেন। আদালত সংক্রান্ত দীর্ঘমেয়াদি ঝামেলা সমাধানের পথে।

মকর
পুরনো চাকরি, পুরনো বস বা পুরনো অফিস থেকে নতুন সুযোগ আসতে পারে। প্রোমোশন ও সম্মান লাভের সম্ভাবনা প্রবল। দেরি হলেও কাজ সফল হবে।

কুম্ভ
বিদেশ ভ্রমণ, উচ্চশিক্ষা বা গবেষণা সংক্রান্ত আটকে থাকা ফাইল এগোতে শুরু করবে। পিতার পরামর্শ ভাগ্যোন্নতির পথ খুলে দিতে পারে।

Advertisement

মীন
লোন, বীমা বা ইনভেস্টমেন্টের অর্থ ফিরে আসতে পারে। গবেষণা, মনোবিজ্ঞান, গুপ্তবিদ্যা সংশ্লিষ্টদের কাজ সফল হবে। হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা। 

POST A COMMENT
Advertisement