চার রাশির সৌভাগ্যের দুয়ার খুলে যেতে চলেছে বলে মনে করা হচ্ছে। Budh Gochar 2025: বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বুধকে গ্রহদের রাজপুত্র বলা হয়। বুদ্ধি, যুক্তি, কমিউনিকেশন, শিক্ষা, ব্যবসা; সব কিছুর সঙ্গেই বুধের গভীর যোগ। তাই বুধের গোচর মানেই জীবনে এক বড় পরিবর্তনের ইঙ্গিত। জ্যোতিষ গণনা অনুযাযী, রবিবার ২৩ নভেম্বর বুধ তুলা রাশিতে প্রবেশ করছে। এই পরিবর্তনের প্রভাবেই চার রাশির সৌভাগ্যের দুয়ার খুলে যেতে চলেছে বলে মনে করা হচ্ছে। কাজ, অর্থ, সম্পর্ক; সব ক্ষেত্রেই মিলবে সাফল্য। আসুন দেখে নেওয়া যাক, কোন কোন রাশি সেই তালিকায় আছে।
মিথুন রাশি
বুধের নিজ রাশি। তাই এই গোচর মিথুন রাশির জাতকদের জন্য বিশেষভাবে শুভ। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। কর্মক্ষেত্রে কমিউনিকেশন স্কিল হঠাৎ বেড়ে যাবে। আর সেই কারণেই বাড়তি গুরুত্ব পাবেন। দীর্ঘদিনের আটকে থাকা কাজেও দ্রুত গতি আসবে। নতুন কোনও সুযোগ আসতে পারে। নতুন সম্পর্কের যোগ রয়েছে।
কন্যা রাশি
কর্মজীবনে উন্নতির গোল্ডেন টাইম শুরু। খুব জটিল কাজও সহজেই হাতের মুঠোয় এসে যাবে। কোনও নতুন প্রোজেক্টে আপনার দুর্দান্ত পারফরম্যান্স সবাইকে চমকে দেবে। চাকরি ও ব্যবসা, দু’দিকেই লাভের সম্ভাবনা। অর্থনৈতিক পরিস্থিতিরও উন্নতি হবে। পুরনো কোনও ঝামেলারও সমাধান মিলতে পারে।
তুলা রাশি
এটাও বুধের নিজ রাশি। আপনার কথাবার্তায় মানুষ আকৃষ্ট হবে। সম্পর্কের ক্ষেত্রে মাধুর্য আসবে। সমাজে প্রভাব প্রতিপত্তি বাড়বে। পাবলিক ডিলিং, প্রেজেন্টেশন, মিটিং, সর্বত্র সবার নজর কেড়ে নেবেন। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন দায়িত্বের সম্ভাবনা প্রবল।
কুম্ভ রাশি
নতুন কিছু শেখা, পরিকল্পনা, নতুন সূচনা, সব ক্ষেত্রেই সাফল্য পাবেন। নতুন কোনও স্কিল অর্জনে এই সময়ে জোর দিন। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। আর্থিক অবস্থারও উন্নতি হবে। প্রেমের সম্পর্কে আপনার কথার জাদুতেই ঘনিষ্ঠতা বাড়বে।
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।