নতুন বছরে বুধ সহায় ৫ রাশির ওপর২০২৬ সাল গ্রহদের গোচর ও অবস্থা পরিবর্তনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ৭ জানুয়ারি ২০২৬-এ বুধের পূর্বষাড়া নক্ষত্রে গোচর জ্যোতিষ দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মানা হচ্ছে। বুধকে বুদ্ধি, তর্ক, ব্যবসা ও সংবাদের কারক বলে মনে করা হয়। শুক্রের নক্ষত্র হিসাবে পরিচিত পূর্বষাড়া, যাকে সুখ-সুবিধা ও সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়। এরকম অবস্থায় বুধের নক্ষত্র গোচর ৫ রাশির জন্য মঙ্গলদায়ক প্রমাণিত হবে।
মেষ রাশি
মেষ রাশির জাতকদের জন্য বুধের এই নক্ষত্র পরিবর্তন কোন বরদানের চেয়ে কম কিছু নয়। যারা দীর্ঘ সময় ধরে পদোন্নতি বা নতুন চাকরির সন্ধানে রয়েছেন, তাঁরা বড় সফলতা পেতে পারেন। আপনার আটকে থাকা কাজ আবার শুরু হবে এবং ভাগ্যের পূর্ণ সঙ্গ পাবেন। বাবা বা পৈতৃক সম্পত্তি থেকে লাভের প্রবল যোগ রয়েছে।
মিথুন রাশি
মিথুন রাশির স্বামী স্বয়ং বুধ। এরকম অবস্থায় পূর্বষাড়া নক্ষত্রে গোচর এই রাশির জাতকদের আর্থিক লাভের নতুন দরজা খুলে যাবে। যদি আপনি অংশীদারিত্বে ব্যবসা করেন তাহলে এই সময় বড় বিনিয়োগ ও লাভের মুখ দেখতে পারেন। বৈবাহিক জীবনে মধুরতা আসবে এবং জীবনসঙ্গীর সহযোগিতা থেকে বড় কাজ সম্পন্ন হবে। আমদানির নতুন রাস্তা খুলবে, যার ফলে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে।
কন্যা রাশি
কন্যা রাশির জাতকদের জন্য এই গোচর পারিবারিক সুখ ও সম্পত্তির মামলায় শ্রেষ্ঠ ফলদায়ী প্রমাণিত হবে। গাড়ি অথবা নতুন বাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে। মায়ের সহযোগিতায় অর্থলাভ হবে আর বাড়িতে কোনও মাঙ্গলিক কাজ সম্পন্ন হবে।
ধনু রাশি
বুধের এই গোচর আপনার রাশির জন্য খুবই শুভ হতে চলেছে। কারণ পূর্বষাড়া নক্ষত্রে বুধ তাঁর ব্যক্তিত্ব ও বাণীকে আরও প্রভাবশালী করবে। তাই এই সময় আপনার কথাতে অনেকেই আকর্ষণ হবে। যার ফলে পেশাদার ক্ষেত্রে লাভ হতে পারে। শেয়ার বাজার ও সট্টার সঙ্গে যুক্ত মানুষদের লাভ হবে। সামাজিক মান-সম্মান বৃদ্ধি হবে এবং আপনার জনপ্রিয়তা বাড়বে।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের জন্য বুধের এই গোচর লাভের ঘরকে সক্রিয় করবে। আমদানি অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি হবে। পুরনো বিনিয়োগ থেকে ভাল রিটার্ন পাবেন তাঁরা। যাঁরা বিদেশ যাওয়ার ইচ্ছে রাখছেন, তাঁদের বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হবে। ব্যবসার জন্য এই সময় সোনায় সোহাগা প্রমাণিত হবে। পড়ুয়াদের জন্য এই সময় বিশেষভাবে ফলদায়ক প্রমাণিত হবে। প্রতিযোগিতা পরীক্ষায় বড় সফলতা পাবেন।