Shani Budh Pratiyuti Drishti: ৫০ বছর পর আজ রাতে শনি-বুধের প্রতিযুতি দৃষ্টি, কোন কোন রাশির ভাগ্য বদলাবে?

৫০ বছর পর আজ অর্থাৎ ১৭ সেপ্টেম্বর রাতে তৈরি হচ্ছে দুর্লভ যোগ। শনি এবং বুধের প্রতিযুতি দৃষ্টি পড়বে একাধিক রাশির জীবনে। ভাগ্যবান হবেন কারা?

Advertisement
৫০ বছর পর আজ রাতে শনি-বুধের প্রতিযুতি দৃষ্টি, কোন কোন রাশির ভাগ্য বদলাবে?শনি-বুধ বক্রী
হাইলাইটস
  • শনি-বুধের প্রতিযুতি দৃষ্টি পড়বে ৫০ বছর পর
  • লাভবান হবে একাধিক রাশি
  • কোন কোন রাশি রয়েছে এই তালিকায়?

৫০ বছর পর আজ তৈরি হচ্ছে শনি এবং বুধের প্রতিযুতি দৃষ্টি। একাধিক রাশির জীবনে ভাগ্যের চাকা ঘুরবে। বাড়বে ধনসম্পদ।

জ্যোতিষ শাস্ত্র মতে, যখন কোনও গ্রহের গোচর হয় অথবা কোনও গ্রহ নিজের চালের পরিবর্তন করে, তার প্রভাব পড়ে দেশ ও দুনিয়ার উপর। 

একইসঙ্গে যখন কোনও গ্রহ কোনও অন্য গ্রহের সঙ্গে সংযোগ তৈরি করে অথবা প্রতিযুতি বানায় তখন তার প্রভাবও প্রত্যেক রাশির জীবনেই কম বেশি পড়ে।

পঞ্জিকা মতে, ১৭ সেপ্টেম্বর অর্থাৎ আজ রাত ১১টা ১৫ মিনিটে বুধ এবং শনি একে অপরের সামনে এসে প্রতিযুতি দৃষ্টি তৈরি করবে। বুধ শনি একে অপরের ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলে চলে আসবে। 

বৈদিক জ্যোতিষ মতে, প্রতিযুতি দৃষ্টি গ্রহের সপ্তম পর্বের যুতি হয় অর্থাৎ একটি গ্রহ নিদের জায়গা থেকে সপ্তম স্থানে চলে যায়। বুধ শনির প্রতিযুতি দৃষ্টিতে কোন কোন রাশির ভাগ্য চমকাবে? 

মিথুন: শনি-বুধের প্রতিযুতি দৃষ্টি মিথুন রাশির জন্য অনেক লাভজনক হবে। চাকরিজীবীদের ফায়দা হবে ভরপুর। আর্থিক ভাবে তারা লাভবান হবে। সমাজে মান-সম্মান বৃদ্ধি পাবে। 

তুলা: শনি-বুধের প্রতিযুতি দৃষ্টি তুলা রাশির জাতকদের জন্য অত্যন্ত ফায়দাজনক মনে করা হচ্ছে। কর্মক্ষেত্রে কোনও নতুন কাজের দায়িত্ব পাবেন এই রাশির জাতকরা। কেরিয়ার উচ্চতার শিখরে পৌঁছবে। অর্থ সাশ্রয়ে সফল হবে এই রাশির জাতকরা। পরিবার খুশিতে ভরে উঠবে। 

মীন: শনি-বুধের প্রতিযুতি দৃষ্টি মীন রাশির জাতকদের জন্য লাভজনক হবে। ইতিবাচক প্রভাব পড়বে এদের জীবনে। বিনিয়োগেও ফায়দা হবে। ব্যবসায়িক লেনদেনেও মুনাফা হবে। আয় বৃদ্ধি হবে এই রাশির জাতকরা। 

 

POST A COMMENT
Advertisement