বুধ-শনি যোগজ্যোতিষ শাস্ত্র মতে, গ্রহের অবস্থান বিভিন্ন যোগ তৈরি করে। যার প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনে। আর এমনটাই হতে চলেছে ফেব্রুয়ারি মাসে। ৬ ফেব্রুয়ারি ২০২৬ বুধ এবং শনি একে অপরের থেকে ৩০ ডিগ্রি কোণে অবস্থান করবে। যার ফলে তৈরি হবে এক বিশেষ যোগ। সেই কারণে ৫ রাশির জীবনে 'আচ্ছে দিন' আসবে। অর্থ ভাগ্য ফিরে যাবে। তাই আর সময় নষ্ট না করে সেই ৫ রাশি সম্পর্কে বিশদে জেনে নিন।
বৃষ রাশি (Tarus)
এই সময়টা বৃষ রাশির জীবনে দারুণ কাটবে। আর্থিক পরিস্থিতি হবে মজবুত। শুধু তাই নয়, অনেক দিন ধরে আটকে থাকা টাকাও এই সময় হাতে পেয়ে যাবেন। পাশাপাশি এই সময় আপনার পদন্নোতি হতে পারে। সাংসারিক জীবনে এগিয়ে যাবেন। সুখের সময় আসবে। তাই চিন্তার সত্যিই কোনও কারণ নেই।
মিথুন রাশি (Gemini)
এই যোগের জন্য হাতে টাকার জোগান বাড়বে। ব্যবসায় এগিয়ে যাবেন। পাশাপাশি চাকরির ক্ষেত্রেও ভাল খবর পাবেন। পাশাপাশি যাঁরা অনেক দিন পরীক্ষা দিচ্ছেন, তাঁরাও এই সময় ভাল ফল পেতে পারেন। যার ফলে জীবনে আসতে পারে বদল।
কন্যা রাশি (Virgo)
কন্যা রাশিরও এই যোগটা জীবনে নতুন সুযোগ আনতে পারে। শনির প্রভাবে এবং কঠিন পরিশ্রমের ফলে আপনি ফল পাবেন। সম্পত্তি কেনার যোগও তৈরি হতে পারে। পাশাপাশি এই সময় আপনার মান সম্মান বাড়বে। সমাজে একটা নতুন জায়গা পাবেন।
ধনু রাশি (Sagitarious)
এই যোগের প্রভাবে ধনু রাশির জীবনেও আসবে ভাল সময়। তাদের মানসিক স্থিতি স্থির হতে পারে। পাশাপাশি কেরিয়ারে যাবেন এগিয়ে। হাতে আসবে টাকা। পরিবারের সকলেই আপনাকে এগিয়ে দিতে পারবে।
কুম্ভ রাশি (Aquarius)
এই সময় কুম্ভ রাশির জাতকেরা জীবনে এগিয়ে যাবেন। আপনারা ভাল ফল পাবেন। শুধু তাই নয়, আমদানির একটা নতুন স্রোত তৈরি হবে। সেই সঙ্গে কঠিন সব কাজ এই সময় হয়ে যাবে। এছাড়া যাঁরা বিদেশ যাত্রায় যেতে চান, তাঁরা শুভ সংবাদ পেতে পারেন।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফকে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।