Budh Vakri 2022: উল্টো পথে বুধ, আগামী এক মাস এই ৫ রাশির অর্থহানি-দাম্পত্য কলহ

গ্রহ পশ্চাদমুখী হলে সরল পথে না গিয়ে বিপরীত দিকে চলে। একটি গ্রহের বিপরীতমুখী হওয়ার কারণ তার গতি। পশ্চাদমুখী গ্রহের অভিঘাত অত্যন্ত জোরালো হয়।

Advertisement
উল্টো পথে বুধ, আগামী এক মাস এই ৫ রাশির অর্থহানি-দাম্পত্য কলহ    বুধের উল্টো চালে রাশিদের উপর প্রভাব।
হাইলাইটস
  • ১০ মে বিকেল ৫টা ১৭ মিনিটে বৃষ রাশিতে বিপরীতমুখী হতে চলেছে বুধ।
  • গ্রহ পশ্চাদমুখী হলে সরল পথে না গিয়ে বিপরীত দিকে চলে।
  • কী প্রভাব পড়বে রাশিদের উপরে- 

Budh Vakri 2022 In Vrishabh Rashi:বুধ রাশিকে গ্রহকে রাজকুমার বলা হয়  জ্যোতিষশাস্ত্রে। বাকি সতীর্থদের থেকে সূর্যের সবচেয়ে নিকটে এই গ্রহ। যাঁদের কোষ্ঠীতে বুধের অবস্থান শক্তিশালী তাঁরা অত্যন্ত বুদ্ধিমান এবং মেধাবী হন। আগামী ১০ মে তারিখে বৃষ রাশিতে বিপরীতমুখী হতে চলেছে বুধ। একটি রাশি থেকে অন্য রাশিতে গমন করতে বুধের সময় লাগে প্রায় ১৫ থেকে ৩০ দিন। কাছাকাছি থাকার কারণে সূর্যের চারপাশে ঘুরতে অল্প সময় নেয় গ্রহদের রাজকুমার। ফলে বছরে অন্তত তিন থেকে চার বার বিপরীতমুখী হয়।

কোনও গ্রহের বিপরীতমুখী হওয়ার অর্থ কী? 
 
গ্রহ পশ্চাদমুখী হলে সরল পথে না গিয়ে বিপরীত দিকে চলে। একটি গ্রহের বিপরীতমুখী হওয়ার কারণ তার গতি। পশ্চাদমুখী গ্রহের অভিঘাত অত্যন্ত জোরালো হয়। বুধের পিছনে হাঁটার কারণে কয়েকটি রাশিকে নানা সমস্যার মধ্যে পড়তে হবে। বিরক্তি ও অবসাদের উদ্রেক হওয়া স্বাভাবিক। প্রভাবিত হবে ব্যক্তির আর্থিক অবস্থাও।  

বৃষ রাশিতে বিপরীতমুখী বুধ 

১০ মে বিকেল ৫টা ১৭ মিনিটে বৃষ রাশিতে বিপরীতমুখী হতে চলেছে বুধ। তার পর ৩ জুন বুধের এই অবস্থান বদল হবে। কী প্রভাব পড়বে রাশিদের উপরে- 

মিথুন- মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টা অনুকূল নয়। অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। পুরনো কোনও রোগ ফিরে আসতে পারে। আপনার খরচ বাড়ার সম্ভাবনা। খরচ বাড়ায় সংকট তৈরি হবে। 

প্রতিকার- একটি তামার পাত্রে তরকার ডাল ভরে নির্জন স্থানে পুঁতে দিন।

কন্যা-  কন্যা রাশির জাতক জাতিকা-জাতিকাদের সাফল্যের জন্য আরও কঠোর পরিশ্রম করতে হবে। শিক্ষার্থীদের জন্য এটা খারাপ সময়। পড়া মনে থাকবে না। বসের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় কর্মক্ষেত্রে চাপ বাড়বে। অফিসের সকলের চোখে আপনি খারাপ হতে পারেন। গুরুজনের সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা। ব্যবসায় ভালো লাভ হবে না।

প্রতিকার- একটি তুলসী গাছ লাগান। 

তুলা রাশি- তুলা রাশির জাতক-জাতিকারা এই সময়ে মূল্যবান জিনিস হারাতে পারেন বা বড় ক্ষতি হতে পারে। শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করবেন না। অন্যথায় বড় ক্ষতি হতে পারে। খরচ বাড়বে। অপ্রয়োজনীয় কাজে অর্থ ব্যয় হতে পারে। সাবধান থাকুন। খরচে রাশ টানুন।

Advertisement

প্রতিকার-অভাবীদের ওষুধ দান করুন।

বৃশ্চিক- জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কে টানাপোড়েন আসতে পারে এই রাশির জাতক-জাতিকাদের। বহিরাগত হস্তক্ষেপের কারণে দাম্পত্য জীবনে সমস্যা বাড়তে পারে। অবিবাহিতদের জন্য এই সময়টি খুব অনুকূল হতে চলেছে। ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে। অর্থ বিনিয়োগ এড়িয়ে চলুন। বড় সিদ্ধান্ত নিলে ফেঁসে যেতে পারেন।  

প্রতিকার- সবুজ রঙের জামাকাপড় পরুন।

ধনু-  স্ত্রীর স্বাস্থ্য খারাপের সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে বিবিধ সমস্যায় জেরবার হতে পারেন। আগে থেকে সম্পর্কের অবনতি হয়ে থাকলে তা আরও বাড়বে। 
           
প্রতিকার- মন্দিরে তরকার ডাল দান করুন।

আরও পড়ুন- এই অক্ষর দিয়ে শুরু নামের পুরুষরা হন সেরা স্বামী

POST A COMMENT
Advertisement