Budhaditya Rajyog 2025: অক্টোবরে বুধাদিত্য রাজযোগ, ৩ রাশির চড়বে টাকার পাহাড়ে

Budhaditya Rajyog 2025: বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে, গ্রহদের স্থান পরিবর্তনের ফলে একাধিক শুভ ও শক্তিশালী যোগ তৈরি হয়। তেমনই এক বিরল ও শুভ যোগ হল বুধাদিত্য রাজযোগ (Budhaditya Rajyog)।

Advertisement
অক্টোবরে বুধাদিত্য রাজযোগ, ৩ রাশির চড়বে টাকার পাহাড়েবুধাদিত্য রাজযোগে ৩ রাশির অর্থযোগ।
হাইলাইটস
  • গ্রহদের স্থান পরিবর্তনের ফলে একাধিক শুভ ও শক্তিশালী যোগ তৈরি হয়।
  • কারও ভাগ্যে এই যোগ তৈরি হলে, তাঁর জীবনে অর্থ, সুখ, সম্মান ও সাফল্যের অভাব থাকে না।
  • সূর্য ও বুধ একই রাশিতে অবস্থান করলে এই বিশেষ যোগ তৈরি হয়।

Budhaditya Rajyog 2025: বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে, গ্রহদের স্থান পরিবর্তনের ফলে একাধিক শুভ ও শক্তিশালী যোগ তৈরি হয়। তেমনই এক বিরল ও শুভ যোগ হল বুধাদিত্য রাজযোগ (Budhaditya Rajyog)। এই রাজযোগকে অত্যন্ত মঙ্গলজনক মনে করা হয়। কারও ভাগ্যে এই যোগ তৈরি হলে, তাঁর জীবনে অর্থ, সুখ, সম্মান ও সাফল্যের অভাব থাকে না। সূর্য ও বুধ একই রাশিতে অবস্থান করলে এই বিশেষ যোগ তৈরি হয়। বুধ বুদ্ধি ও বাকশক্তির প্রতীক, আর সূর্য সম্মান ও নেতৃত্বের সূচক। দু’জন একত্রে এলে জীবনে এনে দেয় আত্মবিশ্বাস, প্রভাব, আর্থিক উন্নতি ও পদোন্নতির সুযোগ। এ বছর বুধ বর্তমানে অবস্থান করছে তুলা রাশিতে, আর ১৭ অক্টোবর সূর্যও সেই রাশিতে প্রবেশ করবে। ফলে আকাশে তৈরি হবে শক্তিশালী বুধাদিত্য রাজযোগ, যার ইতিবাচক প্রভাব পড়বে তিনটি রাশির জাতকদের জীবনে।

কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের জন্য এই রাজযোগ এনে দেবে একাধিক সুযোগ। বিশেষ করে অর্থ ও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে লাভের সম্ভাবনা প্রবল। চাকরি কিংবা ব্যবসা—উভয় ক্ষেত্রেই আসতে পারে নতুন দিশা। কুণ্ডলীতে এই যোগ চতুর্থ ভাব অর্থাৎ জমি-গাড়ি ও সম্পত্তির স্থানে তৈরি হচ্ছে, ফলে নতুন প্রপার্টি কেনা বা বিনিয়োগের শুভ সময় এখনই। বিদেশে ব্যবসা করা জাতকদের জন্যও মুনাফার সম্ভাবনা রয়েছে।

তুলা রাশি
তুলা রাশির জন্য এই রাজযোগ হবে আত্মবিশ্বাস ও সম্মান বৃদ্ধির সময়। আপনার ব্যক্তিত্বে আসবে আলোকিত পরিবর্তন। অফিসে বা সমাজে সম্মান বাড়বে। যারা নতুন চাকরির সন্ধানে রয়েছেন, তাঁদের জন্য আসতে পারে সুখবর। অবিবাহিতদের ক্ষেত্রেও বিয়ে বা সম্পর্কের সম্ভাবনা জোরালো।

মকর রাশি
মকর রাশির জাতকদের কেরিয়ার-কারবারে আসবে উন্নতির সুযোগ। দশম ভাব অর্থাৎ কর্মস্থানের স্থানে তৈরি হওয়া এই রাজযোগ কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব, সাফল্য ও সম্মান এনে দেবে। দীর্ঘদিনের কোনও অসমাপ্ত কাজ পূর্ণ হবে। পাশাপাশি, আর্থিক দিকেও উন্নতি ও লাভের সম্ভাবনা প্রবল। 

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

Advertisement

POST A COMMENT
Advertisement