Chaitra Navratri 2023 Rashifal: বুধবার, মহাষ্টমী থেকে ভাগ্য বদল ৪ রাশির; দেবীর কৃপায় বাম্পার উন্নতি

গ্রহের এই মহামিলনের কারণে তৈরি হয়েছে একাধিক রাজ যোগ। গঠিত হয়েছে মালব্য, কেদার, হংস ও মহাভাগ্য যোগ।  মেষ রাশিতে শুক্রের গমনের কারণে মালব্য যোগ তৈরি হচ্ছে। মীন রাশিতে হংস যোগ ও মহাভাগ্য যোগ গঠিত হচ্ছে। এই রাজযোগ ৭০০ বছর পরে গঠিত হতে চলেছে।

Advertisement
বুধবার, মহাষ্টমী থেকে ভাগ্য বদল ৪ রাশির; দেবীর কৃপায় বাম্পার উন্নতিchaitra navratri panch mahayog চৈত্র নবরাত্রি পঞ্চ মহাযোগ।
হাইলাইটস
  • ৭০০ বছর পর মহাযোগ।
  • ৪ রাশির ভাগ্যোদয়।

২২ মার্চ থেকে শুরু হয়েছে চৈত্র নবরাত্রি। বাংলায় এই উৎসব বাসন্তীপুজো। ২৭ মার্চ বাসন্তী পুজোর ষষ্ঠী। ওই দিন দেবীর বোধন। তার পর ২৮ মার্চ সপ্তমী। মহাষ্টমী ২৯ মার্চ। আর নবমী ৩০ মার্চ। ওই দিন রাম নবমীও। জ্যোতিষশাস্ত্র অনুসারে,অষ্টমী তিথি এবার বিশেষ গুরুত্বপূর্ণ। জ্যোতিষ অনুসারে, ৪ রাশিতে থাকবে ৬ গ্রহ। যার প্রভাবে মহাসংযোগ ঘটতে চলেছে অষ্টমী থেকে। ফলে লাভবান হবেন ৪ রাশির জাতক-জাতিকারা।  

দেবগুরু বৃহস্পতি বর্তমানে রাশি মীন রাশিতে বসে আছেন। তিনি ২৮ মার্চ মীন রাশিতে অস্ত যাচ্ছেন। মেষ রাশিতে গমন করতে চলেছে বুধ। এই সময়ে সূর্যও মীন রাশিতে। শনি কুম্ভ রাশিতে বসে। শুক্র মেষ রাশিতে। ওই রাশিতে রয়েছে রাহুও। গ্রহের এই মহামিলনের কারণে তৈরি হয়েছে একাধিক রাজ যোগ। গঠিত হয়েছে মালব্য, কেদার, হংস ও মহাভাগ্য যোগ।  মেষ রাশিতে শুক্রের গমনের কারণে মালব্য যোগ তৈরি হচ্ছে। মীন রাশিতে হংস যোগ ও মহাভাগ্য যোগ গঠিত হচ্ছে। এই রাজযোগ ৭০০ বছর পরে গঠিত হতে চলেছে। এই যোগগুলির কারণে একাধিক রাশির জাতক-জাতিকারা বিশেষ সুবিধা পাবেন। চলুন দেখে নেওয়া যাক কোন কোন রাশির জাতক-জাতিকারা উপকৃত হতে চলেছেন মহাষ্টমী থেকে

আরও পড়ুন- ১৪ এপ্রিল থেকে সূর্যের মতো চমকাবে ৭ রাশির ভাগ্য, কেরিয়ারে উন্নতি

১। মিথুন- এই রাশির জাতক-জাতিকারা অষ্টমী থেকে সুখবর পেতে থাকবে। যাঁরা অবিবাহিত, তাঁদের বিয়ের সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন ভালো যাবে। এই রাশির সঙ্গ যুক্ত ব্যক্তিদের উন্নতির সম্ভাবনা রয়েছে। এই সময়ে যাঁরা বিবাহের পবিত্র বন্ধনে আবদ্ধ হবেন, তাঁদের দাম্পত্য জীবন সুখের হবেন। ব্যবসায়ীদের ভাগ্য খুলবে। তাঁরা সাফল্য পাবেন। চাকরিজীবীদের জন্য়ও সময় ভালো যাবে। 

২। কর্কট- হংস এবং মালব্য রাজ যোগ কর্কট রাশির জন্য শুভ হবে। যাঁরা চাকরি খুঁজছেন তাঁরা সুযোগ পেতে পারেন। চাকরিতে পদোন্নতির যোগ। অর্থনৈতিক অবস্থা ভালো হতে চলেছে। এই রাজযোগের কারণে তাঁদের পারিবারিক জীবনে শান্তি আসবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। নতুন কাজে আগ্রহ বাড়বে। যাঁরা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন, তাঁরা এই সময়ে সুবিধা পেতে পারেন।

Advertisement

৩। কন্যা- নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি রয়েছে। দারুণ শুরু হতে চলেছে আপনার। ব্যবসায়ীরা সাফল্য় পাবেন। বড় পরিকল্পনা নেওয়ার অনুকূল সময়। এই যাত্রা আপনার ব্যবসার জন্য শুভ হতে চলেছে। সব মিলিয়ে এই সময়টা ব্যবসায়ীদের জন্য অনেক ভালো যাবে। বিনিয়োগের নতুন পথ খুঁজে পাবেন। চাকরিজীবীদের উপরেও থাকবে মায়ের কৃপা।

৪।মীন- এই রাশির জাতক-জাতিকাদের সমাজে অবস্থান ও প্রতিপত্তি পাবেন। যাঁরা ব্যবসা করছেন তাঁদের জন্যও সময় ভালো যাবে। তাঁরা হঠাৎ আর্থিক লাভ পেতে পারেন। এই রাজযোগ চাকরিজীবীদের জন্য আশীর্বাদের চেয়ে কম নয়। পদোন্নতি পেতে পারেন। আটকে থাকা সব কাজ শেষ হবে। দেবীর আশীর্বাদ পাবেন।

 

POST A COMMENT
Advertisement