scorecardresearch
 

Chandra Grahan Lucky Zodiacs: বুদ্ধ পূর্ণিমায় বিরল চন্দ্রগ্রহণ, শিবের কৃপায় ৪ রাশির বাম্পার উন্নতি

বছরের প্রথম চন্দ্রগ্রহণ। গ্রহণ মানেই অশুভ বলে ধরা হয়। তবে এবার চন্দ্রগ্রহণের অশুভ সময় ভারতে কার্যকর হচ্ছে না। কারণ ভারত থেকে দেখা যাবে না। চন্দ্রগ্রহণের দিনই বুদ্ধ পূর্ণিমা। ফলে ওই দিন কয়েকটি রাশির জাতক-জাতিকারা লাভবান হবেন।  

Advertisement
chandra grahan Rashifal চন্দ্রগ্রহণ রাশিফল chandra grahan Rashifal চন্দ্রগ্রহণ রাশিফল
হাইলাইটস
  • বুদ্ধ পূর্ণিমায় চন্দ্রগ্রহণ।
  • লাভবান ৪ রাশির জাতক-জাতিকারা।

চলতি বছর হতে চলেছে ৪টি গ্রহণ। এর মধ্যে ২টি সূর্যগ্রহণ এবং ২টি চন্দ্রগ্রহণ। বছরের প্রথম চন্দ্রগ্রহণ ৫ মার্চ। শুরু হবে রাত ৮টা ৪৫ মিনিটে। শেষ হবে রাত ১টা নাগাদ। গ্রহণের সময়কাল ৪ ঘণ্টা ১৫ মিনিট। গ্রহণ মানেই অশুভ বলে ধরা হয়। তবে এবার চন্দ্রগ্রহণের অশুভ সময় ভারতে কার্যকর হচ্ছে না। কারণ ভারত থেকে দেখা যাবে না। চন্দ্রগ্রহণের দিনই বুদ্ধ পূর্ণিমা। ফলে ওই দিন কয়েকটি রাশির জাতক-জাতিকারা লাভবান হবেন। ৪ রাশির উপরে থাকবে মহাদেবের কৃপা।   

কোথায় দেখা যাবে চন্দ্রগ্রহণ? ভারত মহাসাগর, অ্যান্টার্কটিকা, আটলান্টিক, এশিয়ার কিছু অংশ, দক্ষিণ ও পশ্চিম ইউরোপ, আফ্রিকা এবং প্রশান্ত মহাসাগর থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। ভারতে চন্দ্রগ্রহণ দেখা যাবে না। ওই সময় দেবগুরুর অবস্থানের কারণে কয়েকটি রাশির দারুণ সময় কাটবে। 

আরও পড়ুন- কেন্দ্রের চেয়ে ১,৫০,০০০ টাকা ডিএ কম পাচ্ছেন রাজ্যের কর্মীরা, রইল হিসেব

মেষ রাশি-এই চন্দ্রগ্রহণ আপনার জন্য শুভ হবে। মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য এই গোচর শুভ হতে চলেছে। আপনার জন্য চন্দ্রগ্রহণের সময়টি অনুকূল। এই সময়ে আপনি ইতিবাচক ফল পাবেন। দাম্পত্য ও প্রেমজীবন দারুণ কাটবে। মনের মানুষ খুঁজে পান। 

সিংহ রাশি- সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য এই যাত্রা অনুকূল হবে। এই সময়ে আপনি বিভিন্ন কাজে সফল হবেন। সেই সঙ্গে শতভাগ ভাগ্য আপনার সঙ্গে থাকবে। দ্রুত উন্নতি করবেন। এই সময়ে আপনি বাইরে যেতে পারেন। যা নিঃসন্দেহে আপনার জন্য উপকারী হবে।

আরও পড়ুন- বেশি পেনশন পাবেন বেসরকারি কর্মীরা, জানুন ঘরে বসেই অনলাইন আবেদনের পদ্ধতি

কর্কট রাশি- এই রাশির জাতক-জাতিকারা চন্দ্রগ্রহণে লাভবান হবেন। এই সময় আপনার জীবনে গুরুত্বপূর্ণ, গঠনমূলক পরিবর্তন দেখা যাবে। চাকরিজীবীরা বেশি উপকৃত হবেন। ব্যবসাতেও উন্নতির যোগ। সেই সঙ্গে আপনি পাবেন ভাগ্যের সঙ্গ। 

Advertisement

তুলা রাশি-তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময় দারুণ কাটবে। চন্দ্রগ্রহণের শুভ প্রভাবের কারণে এই সময়ে আপনি শুভ ফল পাবেন। এই সময়ে আপনার ব্যবসা বিকশিত হবে এবং বৃদ্ধি পাবে। সুখী,পরিপূর্ণ বিবাহ ও প্রেমজীবন উপভোগ করতে পারবেন। সুখ ও স্বাচ্ছন্দ্যে কাটাবেন। 

 

Advertisement