চর্তুগ্রহী যোগবৈদিক জ্যোতিষ মতে, গ্রহরা একটা নির্দিষ্ট সময় চর্তুগ্রহী যোগে প্রবেশ করে। আর তা মানুষের জীবনকে ভীষণভাবে প্রভাবিত করে। এমনকী গোটা পৃথিবীই এই গোচরের মাধ্যমে প্রভাবিত হয়। আর আপনাকে বলে রাখি এই ডিসেম্বরে বুধ এবং সূর্য ধনু রাশিতে স্থির থাকবে। এরপর আবার মঙ্গল এবং শুক্র সিংহ রাশিতে প্রবেশ করবে। যার ফলে ধনু রাশিতে চর্তুগ্রহী যোগ তৈরি হবে। আর এই যোগের প্রভাব সব রাশির উপরই পড়বে।
তবে এমন তিনটি রাশি রয়েছে, যাদের এই সময় থেকে গোল্ডেন টাইম শুরু হয়ে যাবে। তাদের সম্পত্তি এবং ধনের পরিমাণ বাড়বে। এমনকী কোথাও আটকে থাকা পয়সারও প্রাপ্তি হতে পারে। আসুন জেনে নিই এই রাশিগুলি কী কী...
মীন রাশি
কেরিয়ার এবং ব্যবসার জন্য চর্তুগ্রহী যোগ সুখবর বয়ে আনতে পারে। কারণ, এই যোগটা আপনার গোচর কোষ্ঠীর দশম স্থানে তৈরি হবে। যার ফলে এই সময় আপনার ব্যবসায় বিরাট লাভ হতে পারে। শুধু তাই নয়, কেরিয়ারেও হতে পারে উন্নতি। কাজের জায়গায় আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রশংশিত হতে পারে। শুধু তাই নয়, আপনার ক্রিয়েটিভিটি নিয়ে সকলে আলোচনা করবেন। যার ফলে জীবনে হতে পারে উন্নতি। নতুন দায়িত্ব পেতে পারেন। আপনি এতদিনের পরিশ্রমের ফল পাবেন।
এছাড়া যারা এখনও পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন, তাদের জন্যও এই সময়টা দারুণ।
ধনু রাশি
আপনার রিশা কি ধনু? তাহলে সুখবরের জন্য তৈরি থাকুন। কারণ, চর্তুগ্রহী যোগ আপনার জীবনেও ভাল সময় আনতে পারে। আসলে এই যোগ আপনার রাশির প্রথমেই তৈরি হবে। যার ফলে এই সময় আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। পাশাপাশি আপনার প্ল্যানও সব ঠিক ঠাক এগোবে।
এই সময় বিবাহিত পুরুষদের দাম্পত্য জীবন দারুণ কাটবে। জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন। পাশাপাশি জীবনসঙ্গীরও এই সময় উন্নতি হতে পারে।
এই সময় কেরিয়ারে উন্নতি হতে পারে। নতুন দায়িত্বও পেতে পারেন। তাই এই সময়টাকে কাজে লাগান। নিজের সবটা দিয়ে দায়িত্ব পালন করুন। তাতেই খেলা ঘুরে যাবে।
মেষ রাশি
চর্তুগ্রহী যোগ আপনাদের জন্যও দারুণ খবর বয়ে আনতে পারে। কারণ, এই যোগ গোচর কোষ্ঠীতে নবম ভরে তৈরি হচ্ছে। এই সময় আপনি ভাগ্যের সঙ্গ পাবেন। পাশাপাশি এই সময় কোনও ধার্মিক বা মাঙ্গলিক কাজেও অংশগ্রহণ করতে পারেন। তাতে পরিবারে সুখ ও শান্তি বিরাজ করবে। পাশাপাশি বন্ধু ও আত্মীয় পরিজনের সমর্থন পাবেন। এই সময় আপনি কেরিয়ারেও এগিয়ে যেতে পারেন।