December Shani Mangal Transit 2025: মঙ্গল, শনি, শুক্রের তাণ্ডবে তোলপাড়! ডিসেম্বরে ৪ রাশির সব পাল্টে যাবে

December Shani Mangal Transit 2025: সামনেই বছরের শেষ মাস ডিসেম্বর। এই মাসেই ঘটতে চলেছে একের পর এক গ্রহের পরিবর্তন। বৈদিক জ্যোতিষ অনুযায়ী, ডিসেম্বর মাসে সূর্য, মঙ্গল, শুক্র ও বুধ, এই চারটি গ্রহ রাশির পরিবর্তন হবে। ফলে এর প্রভাব পড়বে সব রাশির জীবনেই। কারও জীবনে আসবে উন্নতি, কারও সামনে খুলবে নতুন সুযোগ।

Advertisement
মঙ্গল, শনি, শুক্রের তাণ্ডবে তোলপাড়! ডিসেম্বরে ৪ রাশির সব পাল্টে যাবেশনি, মঙ্গলের স্থান বদলে ৪ রাশির উন্নতি।
হাইলাইটস
  • সামনেই বছরের শেষ মাস ডিসেম্বর।
  • এই মাসেই ঘটতে চলেছে একের পর এক গ্রহের পরিবর্তন।
  • বৈদিক জ্যোতিষ জানাচ্ছে, ডিসেম্বর মাসে সূর্য, মঙ্গল, শুক্র ও বুধ, এই চারটি গ্রহ রাশি পরিবর্তন করবে।

সামনেই বছরের শেষ মাস ডিসেম্বর। এই মাসেই ঘটতে চলেছে একের পর এক গ্রহের পরিবর্তন। বৈদিক জ্যোতিষ অনুযায়ী, ডিসেম্বর মাসে সূর্য, মঙ্গল, শুক্র ও বুধ, এই চারটি গ্রহ রাশির পরিবর্তন হবে। ফলে এর প্রভাব পড়বে সব রাশির জীবনেই। কারও জীবনে আসবে উন্নতি, কারও সামনে খুলবে নতুন সুযোগ। তবে তিনটি রাশি পাবেন বিশেষ আশীর্বাদ। ২৬ নভেম্বর সকাল ১১টা ২৭ মিনিট। বড়সড় এক জ্যোতিষ পরিবর্তন হতে চলেছে। এই দিন শুক্র দেবতা প্রবেশ করবেন বৃশ্চিক রাশিতে। থাকবেন ১৯ ডিসেম্বর পর্যন্ত। এই সময়টা প্রেম, অর্থ, সৌন্দর্য ও বিলাসিতার গ্রহ শুক্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এর প্রভাব পড়বে সব রাশিতেই। তবে চারটি রাশি এই সময়ে বিশেষ আশীর্বাদ পাবেন।

বৃষ রাশি
এই রাশির অধিপতি নিজেই শুক্র। তাই বৃশ্চিকে শুক্রের প্রবেশ বৃষজাতকদের জন্য খুবই শুভ। বহুদিন ধরে আটকে থাকা কাজ এবার সম্পূর্ণ হতে পারে। চাকরি বা ব্যবসায় নতুন সুযোগ আসবে। বিবাহিত জীবনে মিলবে শান্তি ও ভালোবাসা। সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। হঠাৎ করেই কোনও অপ্রত্যাশিত উৎস থেকে আসতে পারে টাকা। অর্থভাগ্য থাকবে অনুকূলে। তাই এই সময় বিনিয়োগ বা নতুন উদ্যোগ নিলে লাভ হতে পারে।

তুলা রাশি
তুলা রাশির জন্যও সময়টা শুভ। শুক্র দেব এই রাশিরও অধিপতি। তাই প্রেম ও আর্থিক উন্নতির সম্ভাবনা থাকবে প্রবল। যারা সম্পর্কে আছেন, তাঁদের বন্ধন হবে আরও মজবুত। অবিবাহিতদের জন্য আসতে পারে ভালো প্রস্তাব। পারিবারিক পরিবেশে আসবে আনন্দ। আত্মীয় বা বন্ধুর কাছ থেকে সুখবর পেতে পারেন। পাশাপাশি আয় বাড়বে, খরচও থাকবে নিয়ন্ত্রণে। সামাজিক মর্যাদাও বাড়বে।

বৃশ্চিক রাশি
নিজের ঘরে শুক্র দেব আসছেন। ফলে এই সময় হবে শক্তি ও সাফল্যে ভরা। কর্মক্ষেত্রে আসতে পারে পদোন্নতি বা বেতন বৃদ্ধি। ব্যবসায়ীদের জন্য আসবে লাভের সময়। বিনিয়োগে মিলবে ভালো ফল। প্রেমের ক্ষেত্রেও সময়টা রোম্যান্টিক। সঙ্গীর কাছ থেকে মিলবে বোঝাপড়া ও সমর্থন। অবিবাহিতদের জন্যও সময় শুভ, উপযুক্ত জীবনসঙ্গী পেতে পারেন। ভ্রমণে গেলে লাভের সম্ভাবনাও আছে।

Advertisement

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের জন্য এই সময় এনে দেবে আর্থিক স্থিতি ও সম্মান। চাকরিক্ষেত্রে আসতে পারে উন্নতি। ঊর্ধ্বতনদের কাছ থেকে মিলবে প্রশংসা। সম্পত্তি সংক্রান্ত কাজে লাভের যোগ রয়েছে। পারিবারিক জীবনে থাকবে শান্তি ও সম্প্রীতি। নিজের পরিশ্রমের ফল এবার হাতে পাবেন। অর্থনৈতিক দিক থেকে সময়টা বেশ ফলপ্রসূ।

২৬ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বর, এই সময়টা হবে শুক্রের শক্তি, সৌন্দর্য ও সৌভাগ্যের প্রতীক। বৃষ, তুলা, বৃশ্চিক ও কুম্ভ; এই চার রাশির জাতকরা পাবেন বিশেষ আশীর্বাদ। প্রেম, সম্পদ, সম্মান ও উন্নতির সুযোগ মিলবে। তবে অন্য রাশির জাতকরাও হতাশ হবেন না। শুক্র যখন বৃশ্চিকে, তখন সবার মনেই জাগে নতুন উদ্যম ও সৌন্দর্যের অনুভব। তাই এই সময়টা নিজের উন্নতির জন্য কাজে লাগান।

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

POST A COMMENT
Advertisement