Birth Date Character Analysis: কোন মূল্যাঙ্কের মানুষ কেমন হন? জন্মতারিখ অনুযায়ী জেনে নিন

Mulyank Birth Date Analysis: জন্মতারিখ থেকেই একজন মানুষের স্বভাব ও ভাগ্যের আন্দাজ পাওয়া যায়। জ্যোতিষশাস্ত্রে জন্ম তারিখ দিয়ে জাতক জাতিকার মূল্যাঙ্ক নির্ধারণ করা হয়।

Advertisement
কোন মূল্যাঙ্কের মানুষ কেমন হন? জন্মতারিখ অনুযায়ী জেনে নিনজন্মতারিখ অনুযায়ী স্বভাব কেমন হয় জেনে নিন।
হাইলাইটস
  • জন্মতারিখ থেকেই একজন মানুষের স্বভাব ও ভাগ্যের আন্দাজ পাওয়া যায়।
  • জ্যোতিষশাস্ত্রে জন্ম তারিখ দিয়ে জাতক জাতিকার মূল্যাঙ্ক নির্ধারণ করা হয়।
  • ধরুন, কেউ যদ ২১ তারিখ জন্ম নিয়ে থাকেন, তবে ওই ব্যক্তির মূল্যাঙ্ক ৩।

Mulyank Birth Date Analysis: জন্মতারিখ থেকেই একজন মানুষের স্বভাব ও ভাগ্যের আন্দাজ পাওয়া যায়। জ্যোতিষশাস্ত্রে জন্ম তারিখ দিয়ে জাতক জাতিকার মূল্যাঙ্ক নির্ধারণ করা হয়। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী জন্মদিনের সমস্ত অঙ্ক যোগ করে যে সংখ্যা পাওয়া যায়, সেটিই মূল্যাঙ্ক বা Destiny Number। যেমন ধরুন, কেউ যদ ২১ তারিখ জন্ম নিয়ে থাকেন, তবে ওই ব্যক্তির মূল্যাঙ্ক ৩।

জেনে নিন ১ থেকে ৯ পর্যন্ত প্রতিটি মূল্যাঙ্কের জাতক-জাতিকারা সাধারণত কেমন স্বভাবের হন।

মূল্যাঙ্ক ১
এই ব্যক্তিরা আত্মবিশ্বাসী, নেতৃত্ব দিতে ভালোবাসেন। যেকোনও কাজে নিজে সিদ্ধান্ত নিতে পছন্দ করেন। ভাগ্যও তাঁদের অনেকসময় সাহায্য করে।

মূল্যাঙ্ক ২
এই সংখ্যা যাঁদের, তাঁরা সাধারণত খুব সংবেদনশীল। হৃদয় দিয়ে সব কিছু অনুভব করেন। সম্পর্কে ভালবাসা, বিশ্বাস খুব গুরুত্ব পায়।

মূল্যাঙ্ক ৩
এই ব্যক্তিরা সাধারণত সৃজনশীল এবং বুদ্ধিদীপ্ত হন। যেকোনও বিষয়ে নিজস্ব মতামত থাকে। শিক্ষক, উপদেষ্টা পেশায় সফলতা পান।

মূল্যাঙ্ক ৪
এই সংখ্যা যাঁদের, তাঁরা বাস্তববাদী এবং পরিশ্রমী। তবুও জীবনে অনেক বাধা আসে। জীবনে সাফল্য পেতে অনেকটা দেরি হয় বটে, কিন্তু যখন সফল হন, সেটাও দেখার মতো হয়। কিন্তু নিজের পেশা বা ব্যবসাক্ষেত্রে দারুণ মজবুত ভিত তৈরি করেন। ফলে এঁদের জ্ঞান থাকে প্রচুর।

মূল্যাঙ্ক ৫
এঁরা অত্যন্ত চঞ্চল এবং যোগাযোগে দক্ষ। নতুন জিনিস শিখতে ভালবাসেন, জীবন নিয়ে একঘেয়েমি পছন্দ করেন না।

মূল্যাঙ্ক ৬
এই সংখ্যা যাঁদের, তাঁরা প্রেমিক এবং পারিবারিক মানুষ। সুন্দরবোধ, সৌন্দর্য ও রুচি তাঁদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ।

মূল্যাঙ্ক ৭
গম্ভীর, অন্তর্মুখী এবং ভাবুক প্রকৃতির হন এঁরা। আধ্যাত্মিক জগৎ, গবেষণা এবং একাকীত্বের সঙ্গে সখ্য থাকে।

মূল্যাঙ্ক ৮
এই সংখ্যার জাতকরা সহ্যশক্তি সম্পন্ন এবং নিয়মানুবর্তী। শনি গ্রহের প্রভাব থাকায় জীবনে দেরিতে সফলতা এলেও, একবার এলেই স্থায়ী হয়।

মূল্যাঙ্ক ৯
এই ব্যক্তি সাধারণত সাহসী, সংগ্রামী এবং নেতৃত্বে বিশ্বাসী। অন্যদের জন্য লড়তে পেছপা হন না। সমাজসেবায় সাফল্য পান।

আপনার জন্মতারিখ থেকে আপনার মূল্যাঙ্ক কী? মিলিয়ে দেখুন নিজের স্বভাব ও ভবিষ্যৎ সম্ভাবনা। মূল্যাঙ্ক অনুসারে জীবনযাত্রা, সিদ্ধান্ত ও পেশা বেছে নিতে পারেন আরও সহজে।

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

Advertisement

TAGS:
POST A COMMENT
Advertisement