Durga Puja Love Horoscope: শারদ উৎসব মানেই আনন্দ, উচ্ছ্বাস আর নতুন শুরু করার বার্তা। দুর্গাপুজোর সময়ে শুধু চারপাশের পরিবেশই বদলায় না, বদল আসে রাশিচক্রের অবস্থানেও। জ্যোতিষ মতে, এ বার পুজোয় কিছু বিশেষ রাশির জাতক, জাতিকারা ভাগ্যচক্রে ইতিবাচক প্রভাব পাবেন। বিশেষত প্রেম জীবনে আসবে নতুন মোড়। বহুদিন ধরে মনের মানুষের দেখা না পাওয়া বা সম্পর্কের অনিশ্চয়তা কাটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক, কোন কোন রাশি পুজোর সময়ে প্রেমে সাফল্য পেতে চলেছে।
মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্য দুর্গাপুজো এ বার অত্যন্ত শুভ হতে চলেছে। দীর্ঘদিনের অচলাবস্থা কাটতে পারে। গ্রহ-নক্ষত্রের অবস্থান বলছে, মনের মানুষের সঙ্গে হঠাৎই দেখা হতে পারে। যারা সিঙ্গল, তাঁদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা প্রবল। পারিবারিক বন্ধুত্ব বা পুজোর আড্ডাই হয়ে উঠতে পারে প্রেমের সূত্রপাতের ক্ষেত্র।
সিংহ রাশি
সিংহ রাশির জাতকরা এ সময়ে বিশেষভাবে আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। এই আত্মবিশ্বাসই তাঁদের টেনে নিয়ে যাবে মনের মানুষের দিকে। যাঁরা অনেক দিন ধরে সম্পর্কের সমস্যায় ভুগছিলেন, তাঁদের জন্য পুজো সময়টা হতে পারে নতুন করে শুরু করার সুযোগ। সম্পর্ক ভেঙে গিয়েও আবার জোড়া লাগতে পারে। অবিবাহিতদের ক্ষেত্রেও নতুন পরিচয়ের দরজা খুলবে।
তুলা রাশি
তুলা রাশির জাতকদের ক্ষেত্রে এ বার পুজো হয়ে উঠতে পারে রোম্যান্সের মরসুম। গ্রহদের অবস্থান ইঙ্গিত দিচ্ছে, পুরনো কোনও সম্পর্ক আবার ফিরে আসতে পারে। আবার যাঁরা নতুন প্রেম খুঁজছেন, তাঁদের জন্যও পুজোর ভিড়ে মিলতে পারে মনের মানুষের দেখা। সামাজিক আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান বা পুজোর মণ্ডপ সবই হতে পারে প্রেমের সূত্র।
ধনু রাশি
ধনু রাশির জাতকদের জন্য পুজো মানেই নতুন সূচনা। দীর্ঘদিনের একাকিত্ব কাটতে চলেছে। এ সময়ে প্রেমজীবন উজ্জ্বল হয়ে উঠবে। যাঁরা গোপনে কারও প্রতি আকৃষ্ট, তাঁরা সাহস সঞ্চয় করে মনের কথা প্রকাশ করতে পারবেন। ইতিবাচক সাড়া মেলার সম্ভাবনাও প্রবল। সম্পর্কের প্রতি বিশ্বাস এবং অঙ্গীকার এই সময়টায় দৃঢ় হবে।
এই দুর্গাপুজোয় মিথুন, সিংহ, তুলা ও ধনু রাশির জাতকদের জীবনে প্রেমের শুভ সঞ্চার ঘটতে চলেছে। প্রেম জীবনে সাফল্য শুধু সম্পর্কের আনন্দই নয়, মানসিক প্রশান্তিও এনে দেবে। তাই পুজোর আনন্দে মেতে ওঠার পাশাপাশি, মন খুলে গ্রহণ করুন ভাগ্যের এই নতুন দান।
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।