scorecardresearch
 

Astrology Tips: গ্রহের দোষে সব কাজে বাধা? গ্রহ সন্তুষ্ট করার সহজ উপায় জানুন

Astrology Tips: জন্মছকে যদি গ্রহের দোষ থাকে তবে সব কাজই বিগড়ে যেতে পারে। শুধু কাজই নয়, ব্যক্তির ব্যক্তিগত জীবনেও নেমে আসতে পারে চরম দুর্ভোগ। এই গ্রহদোষ দূর করতে অনেকেই অনেক রকমের পুজো-যজ্ঞ করে থাকেন। জ্যোতিষীদের পরামর্শে অনেকে রত্ন ধারণ করেন।

Advertisement
গ্রহ সন্তুষ্ট করার উপায় গ্রহ সন্তুষ্ট করার উপায়
হাইলাইটস
  • জন্মছকে যদি গ্রহের দোষ থাকে তবে সব কাজই বিগড়ে যেতে পারে। শুধু কাজই নয়, ব্যক্তির ব্যক্তিগত জীবনেও নেমে আসতে পারে চরম দুর্ভোগ। এই গ্রহদোষ দূর করতে অনেকেই অনেক রকমের পুজো-যজ্ঞ করে থাকেন।

জন্মছকে যদি গ্রহের দোষ থাকে তবে সব কাজই বিগড়ে যেতে পারে। শুধু কাজই নয়, ব্যক্তির ব্যক্তিগত জীবনেও নেমে আসতে পারে চরম দুর্ভোগ। এই গ্রহদোষ দূর করতে অনেকেই অনেক রকমের পুজো-যজ্ঞ করে থাকেন। জ্যোতিষীদের পরামর্শে অনেকে রত্ন ধারণ করেন। তবে এই সহজ কিছু ঘরোয়া উপায়ে এই গ্রহদোষ দূর হতে পারে। এখানে রইল গ্রহকে সন্তুষ্ট করার কিছু উপায়। 

বৃহস্পতি
১। বৃহস্পতিবারে উপবাস থেকে লক্ষ্মীদেবী ও তারা মায়ের পুজো করুন।
২। হলুদ ফুল দিয়ে পুজো করুন এবং হলুদের টিপ ব্যবহার করুন। বট গাছে জল দিন।
৩। কারও কাছ থেকে কোনও প্রকার দান গ্রহণ করবেন না।

আরও পড়ুন: এই ২ রাশির লোক জুন মাসে থাকুন 'সাবধান', প্রবল আর্থিক ক্ষতির সম্ভাবনা

রবি
১। সূর্যদেবের ধ্যান করুন, রবিবার উপবাসে থেকে সাদাফুল দিয়ে শিব ও মাতঙ্গীর পুজো করুন।
২। তামার টুকরো প্রবাহিত জলে ফেলুন কিংবা বালিশের মধ্যে রাখুন।
৩। গুরুত্বপূর্ণ কাজ করার আগে মিছরি খান, তারপরেই কাজটি করুন ।

চন্দ্র
১। সোমবার উপবাস থেকে শিব ও কমলার পুজো করুন।
২। বাড়িতে সাদা রঙের গরু, খরগোশ প্রভৃতি পালন করুন।
৩। চন্দ্রের প্রতীকী বস্তু সামগ্রী মন্দির, মসজিদ বা গীর্জায় দান করুন।

আরও পড়ুন: ১৯ মে তৈরি হচ্ছে শুভ সংযোগ, শনির কৃপায় বাম্পার লাভ ৩ রাশির

শুক্র
১। শুক্রবার উপবাস থেকে ভুবনেশ্বরীর পুজো করুন।(ঘি, দুধ, দই মন্দিরে দান করুন)।
২। বাড়িতে সাদা ফুলগাছ লাগান।
৩। কখনও ছেঁড়া জামাকাপড় পরবেন না। সুগন্ধি ব্যবহার করুন।
৪। নর্দমাতে হলুদ ফুল ফেলুন।

মঙ্গল
১। মঙ্গলবার উপবাসে থেকে বজরংবলী বা বগলাদেবীর পুজো করুন।
২। গম বা মুসুরডাল মন্দিরে দান করুন।
৩। মাটির পাত্রে মধু ভর্তি করে ঘরে রেখে দিন।

Advertisement

আরও পড়ুন: আয়-ব্যায়ের হিসেব ঘেঁটে যেতে পারে এই রাশিগুলির, জুনে হিসেব কষে কাজ করুন

বুধ
১। বুধবার উপবাসে থেকে ত্রিপুরাসুন্দরী বা মা দুর্গার পুজো করুন।
২। নদীর জলে সবুজ জিনিস প্রবাহিত করুন।
৩। ঘরে বুদ্ধমূর্তি বা সঙ্গে ফটো রাখুন।

শনি
১। শনিবার উপবাসে থেকে দক্ষিণাকালির পুজো করুন।নীল ফুল দিয়ে পুজো করলেই ভাল।
২। মন্দিরে কালো তিল, সরষে বা লবঙ্গ দান করুন।
৩। শনিবারে কাক, কুকুরকে খাওয়ান।

রাহু
১। শনিবারে উপবাস থেকে দেবী ছিন্নমস্তার পুজো করুন।
২। রূপার টুকরো বালিশের নীচে রেখে ঘুমান।
৩। মন্দিরের সামনে মাথা ঝুঁকিয়ে প্রণাম করবেন। রোজ শ্বেতচন্দনের টিপ পরুন।

কেতু
১। বৃহস্পতিবার উপবাস থেকে ধূমাবতীর পুজো করুন ।
২। কয়লার চারটি টুকরো ৪৮দিন নদীতে ভাসিয়ে দিন।
৩। নয় বছরের কম বয়সের বালিকাদের ফল খাওয়ান। যেটা তারা ভালবাসে।

Advertisement